আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র উদ্বোধন | ( আমাদের মেধাবী আইটি প্রকৌশলীরা নিজেদের প্রমাণের সুযোগ পাবে )



স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড সম্প্রতি ঢাকায় একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) সেন্টার বা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র উদ্বোধন করেছে। স্যামসাং বাংলাদেশ আরঅ্যান্ডডি সেন্টারটি (এসবিআরসি) বিশ্বব্যাপী স্যামসাংয়ের ১৮তম এবং এ দেশে প্রথম তথ্যপ্রযুক্তি (আইটি) ভিত্তিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান স্যামসাংয়ের এই উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এই আরঅ্যান্ডডি সেন্টার সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। এ উপলক্ষে এসবিআরসির অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত তাইইয়াং চো, স্যামসাংয়ের আরঅ্যান্ডডি সেন্টারের গ্লোবাল হেড অব ডিজিটাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কিহো কিম এবং এসবিআরসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ন্যামকিউ লি উপস্থিত ছিলেন। কিহো কিম বলেন, এই আরঅ্যান্ডডি সেন্টার স্থাপনের ফলে বাংলাদেশ বহু দিক থেকে লাভবান হবে। কারণ, এখানে প্রকৌশলীদের যেমন প্রশিক্ষণ দেওয়া হবে, তেমনি তাঁদের তৈরি পণ্যও বাজারজাত করা হবে। সূত্র -> Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।