আজকাল মশার কয়েল দিয়ে যেমন মশা মরে না ঠিক তেমনি আমার ব্লগিং দিয়ে এই দেশের কোনো উপকার হবে না :D আজকে সারাদিন ধরে ছাগুদের এই প্রচরনা শুনে যাচ্ছি। আমি গুজব ভেবে উড়িয়ে দিয়েছি। কিন্তু কিচ্ছুক্ষন আগে আমার ভুল ভাঙল। যখন আমি তা নিজ চক্ষে দেখলাম।
ঘটনাটি ঘটেছে কিচ্ছুক্ষন আগে অর্থাৎ আনুমানিক রাত ২.৪৫ এ।
হটাত করে ওই সময় আমার পেটটা মোচড় দিয়ে উঠে, তাই প্রাকৃতিক ডাকে সাড়া দিতে টয়লেটে যাই। যখন শরীরের পরিধেয় কাপড়-চোপড় বিসর্জন দিয়ে টয়লেটের কমোডের উপর বসি ঠিক সেই সময় এই অভূতপূর্ব ঘটনাটি ঘটে। আমি দেখতে পাই, টয়লেটের কমোডের মধ্যে ম্যাসিনম্যানের ছবি। ছবিটি দেখার সাথে সাথে চান্সের উপর হাগু করে দিসি ম্যাসিনম্যানের ছবিতে।
যারা এই লেখাটি পড়ে আমার রুচি নিয়ে প্রশ্ন তুলবেন তাদেরকে আগেই বলে দিচ্ছি, খেলার নিয়মই হচ্ছে ভদ্রলকের সাথে ভদ্রভাবে খেলা, জারজ পাবলিকের সাথে দিগুন জারজের মত করে খেলা।
আশা করি, বুদ্ধিমানকে বুজাতে পারলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।