আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেকিং নিউজ চাঁদের বুড়ি মেশিন ম্যান দ্বারা নির্যাতিত হবার সময় বাংলার শ্রেষ্ঠ হিরো জলিল পম গানা চাঁদে উপস্থিত হন এবং তার সহীহ ইংরাজিনামা বয়ান করতে থাকেন ইহা শুনিয়া মেশিন ম্যান স্বেচ্ছায় ফাস নিলেন

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। কতটা ফ্রাস্টেটেড হলে তখন মানুষ এইসব করে? সাঈদির ছবি নাকি চাঁদে? আল্লাহ্, চাঁদ থেইকা দড়ি ফালাও, বাইয়া চাঁদে উঠি! আমার তো মনে হয় যাগো চাঁদে যাওয়ার খায়েশ ছিল, তাগো মনডাই নষ্ট হইয়া গেছে। শুনলাম ঘটনা শুইনা এডউইন অলড্রিন ফুঁপিয়ে কেঁদে উঠেন। মাইকেল কলিন্স তো বজ্রাহত। পুরাই তব্দা লাইগা গেছে। নিল আর্মস্ট্রং-এর কবর থেকেও নাকি গোঙ্গানির মত আওয়াজ শোনা গেছে... কেউ কেউ নাকি নিল আর্মস্ট্রং-এর কবরটি সামান্য নড়ে উঠতেও দেখেছে। দেইখা মোর চোক্ষে গ্যাস্ট্রিক হয়া গেসে... ওড়ে... কেউ আমার লাইগা গরম পানির সাথে ট্যাং মিশায়া নিয়া আয়... আরেকটা বিষয়, আজীমপুর কবরস্থান থেইকা কে বা কারা যেন ৫০০০ জ্বিন নাজান ফেরেসতার একটা মিছিল দেখছে! দেইখাই বুইঝা ফেলছে ওইখানে সংখ্যায় ৫০০০ ই ছিল! (চাচা চৌধুরীর মগজ দেখি কম্পুটারের চেয়ে প্রখর!) বুঝতেছিনা, ইদানি খাদ্যভাসে পরিবর্ত আসছে কিনা? এতদিন তো শুধু ফরমালিন মেশাইতো, ইদানিং কী ডাইলও মেশানো শুরু করলো কিনা! সংগৃহিত+সংকলিত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.