আমাদের কথা খুঁজে নিন

   

কারিগরিতে বেড়েছে পাসের হার

এবার এ বোর্ড থেকে অংশ নেয়া ৯৫ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮১ হাজার ৬১৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৬৫৮ জন, যা গত বছরের চেয়ে ২ হাজার ৪৪৭ জন বেশি।
গত বছর পাস করেছিল ৭৩ হাজার ১০৬ জন এবং জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ২১১ জন।  
এবছর বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ০৩ শতাংশ, যা গত বছরে ছিল ৮৪ দশমিক ৩২ শতাংশ।
শনিবার কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়।


গতবছরের সেরা চাদঁপুরের হাজীগঞ্জ মডেল কলেজকে পেছনে ফেলে এবার এ বোর্ডে শীর্ষ স্থান নিয়েছে দিনাজপুরের পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ। এই প্রতিষ্ঠানের ৮৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ জন।
দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লার চান্দিনার আবেদা নুর ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। এ প্রতিষ্ঠানের ৬১ জন পরীক্ষার্থীর ৬০ জনই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫১ জন।


তৃতীয় স্থানে রয়েছে জামালপুরের মাদারগঞ্জের মাহমুদা বেলাল বিএম টেকনিকাল কলেজ। প্রতিষ্ঠানের ৫৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২ জন।
জামালপুরের মেলান্দহ মহিলা টেকনিকাল কলেজ চতুর্থ স্থানে রয়েছে। প্রতিষ্ঠানের ৭৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৭ জন।

জিপিএ-৫ পেয়েছে ২৮ জন।
যৌথভাবে ৫ম স্থানে রয়েছে দিনাজপুরের খানসামা সাইন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজ ও বগুড়ার সোনাতলার বয়রা টেকনিকাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ।
খানসামা সাইন্স অ্যান্ড টেকনিক্যাল কলেজের ৭৮  পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। বয়রা টেকনিকাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের ১৫৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪৯ জন । জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।


ষষ্ঠ স্থানে রয়েছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর এফএ উইমেন টেকনিকাল অ্যান্ড আইটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ৪৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
সপ্তম স্থানে রয়েছে রাজশাহীর বাঘার ইসলামি একাডেমি টেকনিকাল অ্যান্ড এগ্রিকালচারাল কলেজ। প্রতিষ্ঠানের ৭৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৮জন।

জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
অষ্টম স্থানে রয়েছে জামালপুরের ইসলামপুরের দাবরাইপ্যাচ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। প্রতিষ্ঠানের ৫৮ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।
নবম স্থানে থাকা যশোরের কেশবপুরের আবু সারাফ সাডেক টেকনিক্যাল অ্যান্ড কমার্স কলেজের ১৩৫ পরীক্ষার্থীর মধ্যে ১২৯ জন উত্তীর্ণ হয়েছে।

এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।
দশম স্থানে রয়েছে রাজশাহী বাঘার যাত্রাগাব বাইল্যাটারাল হাই স্কুল। প্রতিষ্ঠানের ১১৭ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১৩ জন ।   জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।