আমাদের কথা খুঁজে নিন

   

শর্ষিনা পীরের জালিয়াতি। ল্যান্ড লর্ড পীর। ২য় পর্ব।

আজ আমার মন ভাল নেই

পীরের ভগ্নিপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ডঃ আ,র,ম আলী হায়দার জানান, শর্ষিনার সাবেক পীর (আমার শ্বশুর) অনেক সম্পত্তির মালিক ছিলেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। জিয়ার সময় একটি আইন হয়, কোন একক ব্যক্তির নামে ১০০বিঘার ওপরে জমি থাকতে পারবেনা। তার পর আমার শ্বশুর বাধ্য হয়ে অতিরিক্ত জমি ২ ছেলের নামে, খানকার নামে, তার স্ত্রীর নামে-এমন কি তার শ্যালকের নামে রেজেষ্ট্টি করান। বিভিন্ন নামে দেয়া হলেও তিনি সব জমি ভোগ করতেন। তিনি মারা যাওয়ার সময় দেশের বিভিন্ন প্রান্তে ৬০০ বিঘার বেশি জমি রেখে গেছেন।

যার সবটাই এখন তার ছোট ছেলে বর্তমান পীর ভোগ করছেন। এবং বিভিন্ন জাল কাগজ তৈরি করে সেই বিক্রি করে দিয়ে নিজে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। বোনদের তো চরম ভাবে ঠকিয়েছেনই, এক মাত্র ভাইকেও সমস্ত সম্পত্তি থেকে বন্চিত রেখেছেন, এমনকি তার খাওয়া-পরা বা হাত খরচের জন্য একটি টাকাও দিচ্ছেন না। বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবর থেকে জানা যায়, পিরোজপুরের জগৎ পট্টী, জগন্নাথকাঠি এবং শর্ষিনা মৌজায় পীর সাহেবর নামে - বেনামে ৪০০ বিঘার মতো জমি আছে। এর মধ্যে কয়েকশ' বিঘা হিন্দুদের কাছ থেকে' ৭১ - এ দখল করা।

এছাড়া বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা সহ দেশের বিভিন্ন এলাকায় রয়েছে ২০০বিঘা মতো জমি। বরিশাল শহরে পীর সাহেবের রয়েছে একটি রাজকীয় প্রাসাদ। ঢাকার তেজকুনি পাড়া মৌজায় আছে ৩ একর ৯শতংশ জমি, বনানী আবাসিক মডেল টাউনে ১০ কাঠা এবং প্যারিদাস রোডে একটি বিশাল বাড়ি। দেশের বাইরে সৌদিআরবের মদিনায় ২টি এবং করাচিতে ১টি বাড়ির কথা জানা গেছে। তবে করাচির বাড়িটি বর্তমান পীর বেচেদিয়েছেন কিন্তু ওয়ারিশদের ভাগ দেননি।

প্রয়াত পীর সাহেব মৃত্যুর আগে ২০০ তোলার মতো সোনা গচ্ছিত সোনা রেখে গেছেন, তাও বর্তমান পীর একক ভাবে আত্নসাৎ করেছেন- এ অভিযোগ তার বোন, ভগ্নিপতদের। এ তো গেল প্রয়াত পীরের রেখে যাওয়া সম্পত্তি। এ সম্পদ প্রতিদিনই বাড়ছে। শুধু ভক্ত মুরিদানদের দান থেকেই শর্ষিনার পীরের প্রতি বছরের আয় ১০ কোটি টাকার বশি। সরকারকে কখনোই কনো ট্যাক্স দেন না তিনি।

বর্তমান পীর নিজের বসবাসের জন্য সম্প্রতি শর্ষিনায় তৈরি করেছেন বিলাসবহুল শর্ষিনা টাওয়ার। ৪তলা এই দালানটি তৈরি হয়েছে সম্পূর্ণ দামি পাথর দিয়ে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই পীরের ৫০টিরও বেশি বাড়ি রয়েছে যেগুলো খানকা নামে পরিচিত। পীর সব এলাকায় গেলে ঐ খানকাগুলোতে থাকেন। সুবিধা হচ্ছে খানকার জমি, ঘর তৈরি খরচ এবং রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ সারা বছরই স্হানীয় ভক্তরা নির্বাহ করে থাকেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।