অনলাইনে বিনামূল্যে দরকারী ফাইল ব্যকআপ রাখার অনেক সাইট আছে। এবার এডোবি এক্রোবেট ডট কম দিচ্ছে তেমনই ৫ গিগাবাইট যায়গা। আর সাথে দিচ্ছে ডেক্সটপ এ্যাপলিকেশন দ্বারা সহজেই ফাইল আপলোড এবং ডাউনলোড করার সুবিধা।
এজন্য প্রথমে https://acrobat.com সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এক্রোবেট ডট কমে লগইন করেও ফাইল আপলোড এবং ডাউনলোড করা যাবে। আর অনলাইনেই এসব ফাইল সম্পাদনাও করা যাবে।
তবে ওয়েবসাইটে না গিয়ে ডেক্সটপ এ্যাপলিকেশন দ্বারা ফাইল আপলোড বা ডাউনলোড করতে হলে ক্লাউড ড্রাইভ নামের ১.৯ মেগাবাইটের এই এ্যাপলিকেশনটি http://www.driveoncloud.com থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটি উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭ এ চলবে। এবার ক্লাউড ড্রাইভ চালু করে লগইন করুন এবং ড্রাগ-ড্রপের মাধ্যমে বা আপলোড ডাউনলোড বাটনের মাধ্যমে সহজেই ফাইল ফোল্ডার আপলোড বা ডাউনলোড করতে পারেন।
বিস্তারিত আরো অনেক টিপস পেতে এখানে ক্লিক করুন......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।