কাজের মধ্যে দুই, খাই আর শুই
ভেক্টর আর্ট সহ বিভিন্ন লোগো, ব্যানার, ফেষ্টুন ডিজাইনের জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর। ১৯৮৬ সালে ইল্যাস্ট্রেটর প্রথম রিলিজ দেয় এর কোম্পানি এডোবি সিস্টেমস। এডবি ইল্যাস্ট্রেটর মূলত তৈরি করা হয়েছিল Bezier curves নামের গাণিতিক ইকুয়েশানের বক্ররেখা এবং আকৃতির বক্স কম্পিউটারে আঁকার জন্য। বিভিন্ন ধরনের বাঁকানো রেখা এবং লাইন আঁকতে পারবে এমন ধারনায় বিশ্বাসী হয়ে এডোবি তাদের সফটওয়ারের মার্কেটিং ইমেজ হিসেবে বেছে নেয় বিখ্যাত চিত্রশিল্পী Sandro Botticelli এর The Birth of Venus এর Venus নামের প্রতিকৃতিকে। সেই থেকে শুরু এখন পর্যন্ত ভেক্টর আর্টের জন্য অপ্রতিদন্ধী সফটওয়্যার ইল্যাস্ট্রেটর এর অনেকগুলো ভার্সন বের হয়েছে , যার সর্বশেষ ভার্সন ইল্যাস্ট্রেটর সিসি।
যেই ছবিটি আপনারা দেখেছেন এটি এডবি ইল্যাস্ট্রেটর এর প্রথম ভার্সনের কভার ইমেজ।
পরবর্তী ভার্সনগুলোর আপগ্রেডিং:
ইল্যাস্ট্রেটর ১ রিলিজ হওয়ার পর এর ব্যাপক চাহিদা দেখে পরবর্তী ১৯৮৮ সালে এর দ্বিতীয় ভার্সন "ইল্যাস্ট্রেটর ৮৮" বাজারে ছাড়া হয় উইন্ডোজ কম্পিউটারের জন্য ডিজাইন করে। ইল্যাস্ট্রেটর ২ না হয়ে ৮৮ নাম দেওয়া হয় এর রিলিজের বৎসর হিসেবে।
পরবর্তীতে "ইল্যাস্ট্রেটর ৮৮" অনেকগুলো ওস উপযোগী ভার্সন বাজারে আসলেও মূলত উইন্ডোজ এবং ম্যাকের জনপ্রিয়তার কারণে এই দুই ওএস উপযোগী করে ভার্সন বাজারে ছাড়তে শুরু করে এডোবি সিস্টেমস। এইসময় উইন্ডোজের ব্যাপক মার্কেট জনপ্রিয়তার কারণে পরের "ইল্যাস্ট্রেটর ৩", "ইল্যাস্ট্রেটর ৪" শুধু উইন্ডোজের জন্যই ছাড়া হয়।
"ইল্যাস্ট্রেটর ৫" ভার্সন ম্যাক এবং উইন্ডোজ দুটোর জন্যই ছাড়া হয়।
আগের ভার্সনগুলোতে অনেক কম সুবিধা থাকলেও এডোবি তাদের ইল্যাস্ট্রেটর ৬ ভার্সনের ব্যাপক কিছু টুলস এড করে বাজারে ছাড়ে ১৯৯৬ সালে। এই ভার্সনে টু টাইপ ফন্ট ব্যবহার করা ছাড়াও এক্সটা প্লাগিন যোগ রাখার ব্যবস্থা রাখা হয়।
এডোবি ৭ বাজারে আসে ১৯৯৭ সালে এবং যার মাধ্যমে মূলত উইন্ডোজ এবং ম্যাকের ভার্সন নিয়ে জটিলতা মুক্ত হয়ে যায় ডিজাইনাররা। এই ভার্সন উইন্ডোজ এবং ম্যাকের জন্য সমান সুবিধাসম্পন্ন করে বাজারে ছাড়া হয়।
এরপর ইল্যাস্ট্রেটর ৮, ৯, ১০ সবগুলো ভার্সনেই অনেক নতুন নতুন সুবিধা এড হলেও তেমন বড় কোন সুবিধা বা সুযোগ নিয়ে বাজারে আসেনি।
ক্রিয়েটিভ সুইটঃ
২০০৩ সালে এডোবি তাদের সকল সফল প্রোডাক্টকে একত্র করে "ক্রিয়টিভ সুইট" নাম দিয়ে বাজারে প্রকাশ করল আরো অধিক এনং নতুন ফিচার সমৃদ্ধ করে। ইল্যাস্ট্রেটর পেল নতুন ভার্সন "ইল্যাস্ট্রেটর সিএস"। এই প্রথম ডিজাইনাররা ইল্যাস্ট্রেটর ৬ ব্যবহার করে ৩ডি ইফেক্ট ও অবজেক্ট বানাতে পেরেছিল যেটি তখনকার দিনে অনেকবড় একটা পাওয়া। বিদায় দিল ইল্যাস্ট্রটরের সেই কভার ইমেজের "ভেনাস" এবং তার জায়গায় স্থান পেল প্রকৃতি।
আগের ভার্সনগুলোতে কভার ইমেজে বৈচিত্র্য থাকলেও এডোবি ইল্যাস্টেটর সিএস৩ রিলিজ দেওয়ার সময় কভার ইমেজে প্রকৃতির ছবি বাদ দিয়ে প্রতিটা প্রোডাক্টের আলাদা নির্দিষ্ট রং এবং সাথে নাম দিয়ে বাজারে ছাড়ল। ইল্যাস্ট্রেটর পেল কমলা রঙের কভার। পরবর্তিতে সিএস৫ থেকে একটু পরিবর্তন করে বাকী ভার্সনগুলোতেও এই রকম একইভাবে কমলা রঙয়ের কভার দিয়ে বাজারে ছাড়া হয়েছিল। সর্বশেষ ইল্যাস্ট্রেটর সিসিতে কমলার পাশাপাশি বাদামী রঙের ব্যবহার করে কভার ইমেজ ছাড়া হয়েছে।
লেখাটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে এবং আমাদের পেইজ থেকে ঘুরে আসতে ভুলবেন না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।