রাজধানীর দৃষ্টিনন্দন কুড়িল ফ্লাইওভারের উদ্বোধন আজ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় কুড়িল ফ্লাইওভার ও বালু নদীর ওপর নির্মিত বালু ব্রিজেরও উদ্বোধন করবেন। ফ্লাইওভারটি রাজউকের তত্ত্বাবধানে নির্মাণ করেছে প্রজেক্ট বিল্ডার্স লিমিটেড। প্রকল্পের জন্য প্রায় ৪৭ কোটি টাকায় রেল ও ব্যক্তিমালিকানাধীন ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ফ্লাইওভারের লুপ চারটি।সংবাদ সম্মেলনে আবদুল মান্নান খান বলেন, আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি-জামায়াত জোট নানাভাবে সরকার পরিচালনায় বাধা দিয়েছে।
এমনকি বিএনপির নেতৃত্বে কয়েকটি দল '৭১-এর পরাজিত শক্তি জামায়াত নেতাদের মানবতাবিরোধী মামলা থেকে বাঁচাতে একের পর এক হরতাল ও জ্বালাও-পোড়াও কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এমনকি দেশে জঙ্গি তৎপরতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে। তিনি হাতিরঝিলের উদাহরণ টেনে বলেন, আমরা গত সাড়ে চার বছরে যে ধরনের উন্নয়ন করেছি স্বাধীনতার ৪২ বছরেও অন্য কোনো সরকার করতে পারেনি। রাজউক চেয়ারম্যান নুরুল হুদা বলেন, কুড়িল ফ্লাইওভার ও বালু ব্রিজ নির্মাণের ফলে এ এলাকা হবে রাজধানীর নতুন গেটওয়ে। এ ছাড়া রাজধানীর অসহনীয় যানজট চিরতরে হারিয়ে যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।