আমাদের কথা খুঁজে নিন

   

হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

বিরাট কোহলি ১০০র মধ্যে যেন ১০০ নম্বর পেয়েই উত্তীর্ণ হয়েছেন। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিশ্রামে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ওয়ানডে সিরিজের পাঁচ ম্যাচেই দারুণ জয় এনে দিয়েছেন। কোহলি যেন ভারতকে নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনে থেকে। জিম্বাবুয়েকে তো হোয়াইটওয়াশ করেছেনই পাশাপাশি ব্যাট হাতে নিজেও দারুণ সময় কাটিয়েছেন। একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন।

পাঁচ ম্যাচের মধ্যে তিন ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৭ রান করেছেন তিনি। গতকাল সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ে সাত উইকেটের বড় ব্যবধানে হারায় ভারত। ছয় উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্পিনার অমিত মিশ্র। গতকাল বুলাওয়েতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

সর্বোচ্চ ৫১ রান আসে উইলিয়ামসের ব্যাট থেকে। এছাড়া ৩২ রান করেছেন হ্যামিল্টন মাসাকাদজা। ৪৮ রানে ৬ উইকেট নিয়েছেন মিশ্র। মোহিত শর্মা, উনকত, জাদেজা ও শামি একটি করে উইকেট পেয়েছেন। ১৬৪ রানের লক্ষ্য দিয়ে খেলতে নেমে ৯৬ বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে জিতে যায় ভারত।

এ ম্যাচেও সুবিধা করতে পারেননি পূজারা। তবে হাফ সেঞ্চুরি করেছেন অজিঙ্কা রাহানে। এছাড়া রবীন্দ্র জাদেজা অপরাজিত ছিলেন ৪৮ রানে। ৪১ রান করেছেন শেখর ধাওয়ান।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।