আমাদের কথা খুঁজে নিন

   

যোগের বিধান

মনের কোনো কথাই তো বলা হলো না অথচ বেলা শেষ হয়ে এলো

দুই আর দু’য়ে মিলে চার হয় সকলের জানা নারী পুরুষের মিলনে জন্ম নতুন প্রাণের অর্থাৎ যোগের ফলে সংখ্যাধিক্য ঘটে। ঐক্যের মাঝে নতুন শক্তির ঘটে সমাহার প্রভূত শক্তি সমাবেশে মানুষ পরাক্রমশালী একচ্ছত্র শক্তি সমাবেশে উত্থান অশুভ শক্তির শক্তি ও সংখ্যাধিক্যে মানুষ আর মানুষ থাকে না মানুষের চোখে মুখে জেগে ওঠে অশুভ অসুর দলনে নিস্পেষিত হয় দুর্বল আর সকল মানুষ পদে পদে লাঞ্ছনা আর অপমান ঘটে মানবতার। মানুষ তখন নিজ কণ্ঠের গান আর বাহুর শক্তি মিলিয়ে মহাযোগ গড়ে তোলে, মহাজনতার শক্তি বোধন ঘটে, দলিত জনতার রুদ্ররোষে ঘটে অশুভ অসুর নিধন। যোগের নিধন ঘটে যোগে মহাযোগে, সবই যোগের সরল বিধান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।