আমাদের কথা খুঁজে নিন

   

অপারেশন ব্লুস্টারে ব্রিটিশ যোগের কোনও প্রমাণ নেই

১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ব্লুস্টারে মার্গারেট থ্যাচার সরকার কোনওভাবে জড়িত ছিল না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ২০০টি ফাইল ও ২৩ হাজারেরও বেশি নথি খতিয়ে দেখার পরই এই দাবি ব্রিটেনের। হাউস অফ কমন্সে রিপোর্ট পেশ হওয়ার পরই একটি ভিডিও বার্তার মাধ্যমে ব্রিটেনের শিখ সম্প্রদায়কে এই বার্তা দেন ক্যামেরন।

অপারেশন ব্লুস্টারে ইংল্যান্ডের মধ্যস্থতা নিয়ে চাপানউতোরের মধ্যে ক্যামেরনের এই বক্তব্য কিছুটা স্বস্তি দিয়েছে কংগ্রেসকে।

সংরক্ষিত নথি ঘেটে জানা যায়, ১৯৮৪ সালে স্বর্ণ মন্দির কবজা করা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সেনা অভিযান চালানোর জন্য ভারত সরকারকে পরামর্শ দিতে বিশেষ রাজকীয় বিমান বাহিনীর এক আধিকারিক এদেশে এসেছিলেন।

এই তথ্য সামনে আসার পরই তদন্তের নির্দেশ দেন ক্যামেরন।

গতকাল মঙ্গলবার রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ওই ঘটনার চার মাস আগে ভারত সরকারের অনুরোধে এক ব্রিটিশ সেনা আধিকারিক ইন্দিরা গান্ধী সরকারকে কিছু পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ছিল এককালীন। তাৎপর্যপূর্ণভাবে সেই পরামর্শ মানা হয়নি।

শিখ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ৩০ বছর আগের ওই ক্ষত এখনও শিখ সম্প্রদায়ের মনে তাজা।

তাই অপারেশন ব্লুস্টারে ব্রিটিশ হস্তক্ষেপের দাবি ওঠার পরই তদন্তের নির্দেশ দিই। এদেশের উন্নতিতে শিখ সম্প্রদায়ের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।