শক্ত করে বেধে রেখো হাতে হাত
নতুন দিনের ওঠে যদি নতুন প্রভাত
তাতে কি ?
ভুল হলে ক্ষমা চাইতে নেই।
দুঃখিত হতে নেই।
উপকার করে ও ধন্যবাদ চায়না যে ,
বন্ধুজন সে ।
এই সম্পর্ক চির যৌবনা
তাতে বয়সের ছাপ পরে না মরিচা ধরেনা
ধনি দারদ্রির বৈষম্য তাকে প্রভাবিত করেনা।
লিঙ্গভেদেও তার কোন ভেদাভেদ নেই
যেখানেই বিড়ম্বণা বাধা কিংবা সুখের ছোয়া বন্ধুত্ব সেখানেই।
সঙ্গ দোষে লোহা ভাসে
বন্ধু দোষে বন্ধু নাশে
বন্ধুত্ব চই সৎজনে
জুোড়াইবে তা প্রাণ সুখের দিনে
দুঃখ লাঘবে দুঃখীজনে বন্ধু দুহাত বাড়ায় আপন মনে
তাই বন্ধু যেজন
শ্রেষ্ঠ সে জন।
শুভকামনা আপনমনে।
বন্ধুদিনে বন্ধুজনে ।
-----------------------------------------------------
বন্ধুদিবসে সকল বন্ধুকে লালগুলাপ শুভেচ্ছা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।