আশীর্বাদের বিশ্বকাপ:
১। প্রথবারের মত বিশ্বকাপের আসর বসছে বাংলাদেশে। আহ!ভাবতেই মনটা জুড়িয়ে যায়। সারাবিশ্বের মানুষের সামনে ফুটে উঠবে"Live from Bangladesh"। বড় বড় সব ধারাভাষ্যকারের কন্ঠে ফুটে উঠবে এদেশের নাম,ঐতিহ্যের কথা।
সবাই জানবে,বাংলাদেশ শুধু প্রাকৃতিক বিপর্যয়ের দেশ নয়,এদেশ অমিত সম্ভাবনার দেশ.. বিশ্ব ক্রিকেটের আগামী দিনের পরাশক্তি..
২। বিশ্বকাপ আসছে তাই,সারা ঢাকা শহরের খোলনলচেই পাল্টে যাচ্ছে। সুন্দর ফুটপাত, দখল মুক্ত..দেখলেই রাস্তা ছেড়ে হাটতে ইচ্ছে করে ফুটপাত ধরে। চিরচেনা ভাংগা রাস্তাগুলো একদম অন্য রকম। গাড়ী চললে আর আগের মত ঝাকুনি খেতে হয়না।
যেদিকে চোখ যায়,পরিচ্ছন্ন সুন্দর একটি শহর যেন।
৩। মিরপুর ষ্টেডিয়ামের প্রবেশ পথে চমৎকার সাজসজ্জা। রাতের বেলা ফ্লাডলাইটের উজ্জল আলোয় কি সুন্দর সব ঝলমল করে!রাস্তার মাঝে ঝাড়বাতি লাগানোর ব্যবস্থা করা হয়েছে। কেমন মিষ্টি একটা ছোট স্বর্গ যেন।
৪। বিশ্বকাপ উপলক্ষে সরকার সব ফিটনেস বিহিন গাড়ী নিষিদ্ধ করতে যাচ্ছে ঢাকার রাস্তায়। এখন আর আগের মত পরিবেশ দুষন হবেনা।
৫। অসংখ্য মানুষের কর্মসংস্থান হল বিশ্বকাপ উপলক্ষে।
রাস্তায়,বিভিন্ণ কাজে নিয়োগ পেয়েছেন অনেক শ্রমিক।
সব মিলিয়ে মনে হয়,আহা বিশ্বকাপ যদি প্রতিবছরই আসতো.....
অভিশাপের বিশ্বকাপ::
১। বিশ্বকাপ। আর তাই সুন্দর করে সাজাতে হবে পুরো শহর। সেই সৌণ্দর্যের বলি হল ষ্টেডিয়ামের পাশে থাকা কয়েকটি দৃষ্টিনন্দন কৃষ্ণচুড়া গাছ।
ফাগুন এলে যে গাছগুলো আগুন রংয়ে সাজতো,রাতারাতি করাতের কোপে খুন হয়ে গেল সেগুলো। বিদেশীদের জন্য সেগুলো যে বড় বেমানান,অপাংক্তেয়..।
২। বিদেশীদের চোখে আমাদের ইমেজ বাড়াতে হবে। আর তাই ঢাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে সব ভিক্ষুক,ছিন্ণমুল মানুষদের।
যারা জীবনের নুন্যতম চাহিদা মেটাতে অক্লান্ত পরিশ্রম করে এই শহরে,রাতের বেলা শুয়ে থাকে খোলা আকাশের নিচে তারার আলোয়..তাদের আর ঠাই হবেনা এখানে। অনেকের কাটবে সময় হাজতে,কেউ হয়ে যাবে বেমালুম গায়েব। অসংখ্য তালির শব্দে যখন ষ্টেডিয়াম মুখরিত হয়ে উঠবে,এই সব মানুষের পেটে হয়তো জলবে তখন ক্ষুধার আগুন।
৩। ফুটপাথের সব হকারেরও দুশ্চিন্তা হয়ে এল এই বিশ্বকাপ।
আগামী একমাস কি করে চলবে সংসার কে জানে!
৪। ভাষার মাসে,হিন্দি গানের তালে তালে দেখতে হবে বলিউডের সব শীল্পিদের উম্মাতাল নৃত্য। (শুনতে পাই,দেশী শিল্পীরা তেমন কেউ আমন্ত্রন পায়নি)এদেশের তরুন তরুনীরা ফেটে পড়বে উল্লাসে, আনন্দে, স্বপ্নের তারকাদের এতটা কাছে পেয়ে।
শুধু, শহীদ মিনারের প্রভাত ফেরীতে অব্যক্ত কান্না হয়ে বাজবে "সালাম ,বরকত,রফিকের দীর্ঘশ্বাস"।
তখন মনে হয়,বিশ্বকাপটা বোধহয় না এলেই....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।