আমাদের কথা খুঁজে নিন

   

আশীর্বাদের বৃষ্টি ঝরুক ..................



একটা সময়ের কাছে হেরে যেতে থাকে শরৎ সকালের মৌনতা। বাতাসে গুমোট ভাব। মানুষের সদিচ্ছাগুলো লতা পাতার মত আষ্টে-পৃষ্ঠে বেঁধে রাখে। মানুষ খেঁকো গাছ হয়ে উঠে সময়। দৌঁড়াতে থাকে সবাই।

বৃত্তবন্দী হয়ে পড়বার আগে খুব দীর্ঘ কোন পথের দিকে ছুটতে থাকে সবাই। কোলাহলের খেয়ালী মিছিলে হেঁটে যেতে যেতে বুকের মধ্যে শব্দের ঝংকার হয়। মৌনতার সমাবেশে শুধু সবার নিঃশ্বাসের শব্দ বাতাসে মাখামাখি করে থাকে। দম আটকে আসার আগেই সবাই সরব হয়। আর কি আশ্চর্য্য ! তখনি আকাশ থেকে নামে বৃষ্টি।

সবাই একসাথে সেই বৃষ্টিতে ভিজতে থাকে। সবার ভিতরের ঋণাত্মক বোধগুলো ঝরে যেতে থাকে। খোলস ছেড়ে একে একে বের হয়ে আসে সবাই শুদ্ধ হয়ে। গলা ফাটানো চিৎকার। একের প্রতি অন্যের অনুযোগের বিরাট তালিকানামা।

কিছুরই প্রয়োজন হয় না। একটা বৃষ্টিই পারে বদলে দিতে তাদের কে। এবং অতঃপর তাহারা সুখে বসবাস করিতে থাকে.......এমন একটা স্লোগানে পর্দা নেমে যায় মঞ্চে...... (এমন একটা আশীর্বাদের বৃষ্টির অপেক্ষায় আছে সবুজের বুকে লাল পতাকার দেশের স্বপ্ন বিলাসী মানুষ গুলো। ) ছবির লিন্ক: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।