আমাদের কথা খুঁজে নিন

   

স্পিক এশিয়ার দুই কর্মকর্তা রিমান্ডে



স্পিক এশিয়া অনলাইন ডটকম নামের এমএলএম কোম্পানির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তারকৃত দুইজনকে একদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম জসীম উদ্দিনের আদালত থেকে দুইজনকে রিমান্ডে নেয়া হয়। তারা হচ্ছেন স্পিক এশিয়ার সিনিয়র প্যানালিস্ট এম এ আজিজ রাজু এবং প্যানেল লিডার মোরশেদ মন্টু প্রকাশ ইমন। এদিকে দুইজনকে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম বারের ৩৫/৪০ জন আইনজীবী সম্মিলিতভাবে তাদের জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন আবেদন নাকচ করে আসামীদের রিমান্ডে পাঠান।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার মাসুক করিম জানান, গত সোমবার তাদের দুইজনকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত এ ব্যাপারে বিস্তারিত শুনানি শেষে আসামীদের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরো জানান, তাদের জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ। এদিকে এসি প্রসিকিউশন নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানিয়েছেন, শুনানি শেষে বিচারক আসামীদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরো জানান, তাদের পক্ষে বেশ কয়েকজন আইনজীবী শুনানীতে অংশগ্রহণ করেন।

জানা গেছে, শুনানিতে অংশ নিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি রেজাউল করিম চৌধুরী, সমিতির সাবেক সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরীসহ অন্যান্য আইনজীবীরা। প্রসঙ্গত, গত রোববার রাতে মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের রোষানলে পড়েন ওই দুই কর্মকর্তা। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোতোয়ালী থানায় নিয়ে যায়। পরে সুমন চক্রবর্তী নামে এক বিনিয়োগকারী তার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে স্পিক এশিয়ার চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামী বর্তমানে পলাতক রয়েছেন।

এদিকে সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, রিমান্ডে দুই আসামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি পুলিশ। ডিবির কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। গুতাদিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।