আমাদের কথা খুঁজে নিন

   

চানাচুরের প্রতি ভালবাসা

ভাবতে ভালোই লাগে

আগে কখনো ভাবেনি, এমন কাজ মনে হয় সবাই করেছে | করার পর নিজেই অবাক হয়ে ভেবেছি , আগে তো ভাবিনি ! দেশ থেকে কি আনতে হবে ,এই বাক্য শোনার পর নিজ অজান্তে মুখ থেকে বের হয়ে গেল, চানাচুর | মুখ থেকে বের হবার পর কয়েক সেকেন্ড চিন্তা করলাম , আগে যখন রাস্তা পার হলে কাশেম মিয়ার দোকান থেকে চানাচুর কেনা চার মিনিটের ব্যপার ছিল | তখন আমি দেড় ঘন্টা সময় নষ্ট করে ধানমন্ডি যেতাম , কে এফ সিই র চিকেন ফ্রাই চিবাতে | আজ চানাচুর টমেটো ,পিয়াজ ,মরিচ দিয়ে মাখিয়ে খাব ভাবতেই মুখে পানি এসে যাবার উপক্রম | যাই হোক , এর মাধ্যমে আমি কি শিক্ষা পেলাম ,আমি নিজেও ঠিক ঠাক মত জানিনা | অন্য কেউ বুঝে থাকলে ,আমাকে জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।