আমাদের কথা খুঁজে নিন

   

চানাচুরের সুন্দরবন দেখা

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

যখন ছোট ছিলাম সুন্দরবনে গেছিলাম লঞ্চে করে। তখন চানাচুরের বয়স ৪/৫ হবে। সুন্দরবনের নাম শুনে প্রথমে চানাচুর খুব লাফানো শুরু করল। আমাদেরও সুন্দরবন নিয়ে একটা একসাইটমেন্ট কাজ করছিল। চানাচুরের প্রিয় আহসান ভাইয়া থাকায় চানচুরের আনন্দ ছিল আকাশ ছোয়া।

সে হিরণপয়েন্টকে বলত হরিনপয়েন্ট। একদিন রাতে আমরা লঞ্চে উঠলাম, সেদিন চানচুর লঞ্চে বসে সে কি গান, "গোরে গোরে মুখরেতে কালা কালা চশমা" আর বিভিন্ন পোজে ছবি তুলছে। পরের দিন সকালে গোলপাতা গাছ দেখেও খুব খুশি কিন্তু ঐদিন দুপুর থেকে তার মুডের পরিবর্তন শুরু হল। ঐ জার্নিটা ছিল বোরিং । সারাদিন কোন কাজ নাই লঞ্চে বসে বসে খালি হরিণ দেখা একটা বানরও দেখলাম না আর বাঘ সে তো দেখা দূরের কথা একটা বাঘের চিক্কুরও শুনলাম না।

মরা সাপ দেখেছিলাম দুবলার চরে। সবচেয়ে খারাপ হল ৩য় দিন সকাল থেকে আর ঐদিনই আমরা ফিরছিলাম। আমাদের কোন কাজ না থাকায় বালিশ ফোলানো খেলছিলাম। কিন্তু চানাচুর ছোট থাকায় সে বাদ ছিল। এতে তার আরও অপমান বোধ হচ্ছিল।

ঐদিন বিকাল বেলা থেকে চানাচুর সবাইকে মারধর শুরু করল। একসময় মারতে মারতে ক্লান্ত হয়ে চানাচুর কাদতে শুরু করল। বাড়ি পৌছানোর আগ পর্যন্ত চানাচুর কেদেই কাটিয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।