আমাদের কথা খুঁজে নিন

   

বিমানমন্ত্রী বলিলেন‘‘প্রাথমিক জরিপে দেখা গেছে সেখানে শুধুমাত্র ২৫০ টি ঘর আছে’’ তাহলে বিমানবন্দর হতে অসুবিধা কোথায়?

www.theeconomist2011@yahoo.com

টিভি নিউজে সাক্ষাৎকার দেখলাম আমাদের বিমানমন্ত্রী জি এম কাদের সাহেবের। তিনি বলিলেন, ‘‘ যেখানে ফাকাঁ জায়গা পাওয়া যাবে, সেখানেই তো বিমানবন্দর হবে, প্রাথমিক জরিপে দেখা গেছে, মুন্সিগঞ্জের আড়িয়াল বিল এলাকায় মাত্র ২৫০ টি ঘর আছে। আমি বুঝিনা কেন সেখানে বিমানবন্দর হবেনা। আজকে হয়তো দরকার নেই, পাচঁ বছর পর তো বিমানবন্দর লাগবেই, তাই বিমানবন্দর হতে অসুবিধা কোথায়।’’ সুত্রঃটিভি নিউজ(০১।০২।২০১১) জানতে ইচ্ছা হয়- ২৫০ টি ঘরের বাসিন্দাদের উচেছদ করতে এত আয়োজন কেন? এত অল্প লোকের আন্দোলনের কেন একজন এস আইকে জীবন দিতে হলো? ২৫০ টি ঘরের লোকদেরকে সরাতে কেন মন্ত্রীকে রক্ত দেওয়ার ঘোষণা দিতে হলো? কেন স্থানীয় সাংসদকে ঢাকায় সংবাদ সম্মেলন করতে হলো? কেন ঢাকায় বসে ৩০০০ এর উপর আসামী করে মামলা দিতে হলো? কেন সরকারকে বিব্রত হতে হলো? কেন দলবাজদের মানব বন্ধন করতে হলো? কেন থানায় হামলা ও ভাংচুর হলো, আগুন জ্বললো, এত অল্প লোকের পক্ষে কি তা করা সম্ভব? কেউ কি এই মন্ত্রীকে বুঝাইয়া দিবেন সেখানের বাস্তব অবস্থাটি কি রকম?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।