আমাদের কথা খুঁজে নিন

   

সমাবর্তন নিয়া টালবাহানা- মানি না- মানবো না

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

বুয়েট ফিরত পাকনা ইঙ্গিনিয়াররা বর্তমানে সমাবর্তন আইসা দুইখান সুখ দুঃক্ষের আলাপ করার জন্য চাপার ব্যয়াম শুরু কৈরা দিছে বোইলা ইয়াদ হয়। প্রতিবারের মত এইবারেও সমাবর্তন আয়োজন করতে দেরি করছে বুয়েট। বুয়েটে প্রথম দিনে OAB বিল্ডিঙ্গের অলিগলির ভিত্রে দৌড়াদৌড়ি কৈরা ক্লাস রুম খুইজা পাইতে মাত্র পনারো মিনিট দেরি হওয়াতে অলক স্যার তীব্র ঝাড়ি লৈছিলেন। কিছু কৈ নাই। সেইযে শুরু হৈল, এরপরে খালি ঝাড়ী খাইতেই থাকলাম।

সেশ্নালের রিপোর্ট দেরিতে জমা দেয়ার ঝাড়ি। সেশনাল ক্লাসের আগে হলে গিয়া ভাত-ঘুম দেয়ার পরে আবার ঝাড়ি। টার্ম-ফাইনালের রেজাল্ট নিয়া এডভাইজারের কাছে আবার ঝাড়ি "কি ব্যাপার, হলে কি লেখা পড়া হয় না নাকি? সারাদিন খালি মুভি দেখা হয়?" (জ্ঞানীলুকের হক কথা...কিসসু কৈ নাই কিন্তু আইজগা মওকা পাওয়া গেছে। আজকে আমি বলবো, জাতি শুনবে শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেমন তার পারিশ্রমিক মিটায়া দিতে হয়, সেইরকমঃ পাশ করার সাথে সাথেই সমাবর্তন দেয়া ফরজ। অনেক বুজূর্গ আতেল বলেন, প্রেসিডেন্ট সাবের শিডিউল নাকি পাওয়া যায় না।

আমিতো উনার শিডিউল পুরাটাই আউল ফাউল কাজে ভরা দেখি। কুথায় কুন স্কুলের ক্রিয়া প্রতিযুগীতার মেডেল দিতে হবে...সেইখানে পেসিডেন্ট সাব হাজির। কুথায় কুন মুরগী খামারের উদ্বধোন হৈব...সেইখানে দেখি প্রসিডেন্ট সাব। আর তেনার যদি এইসব কাজে এতি ব্যস্ততা, তাইলে তারে টানা হ্যাচড়া না কোইরা...ভিসি সাব্রে দিয়া সার্টিফিকেট দেয়াইলেইতো হয়। একজন ঈমানদার লুকের কাছ থিকা সার্টিফিকেট নিলাম...রাষ্ট্রপতির মত দূর্বল মেরুদন্ডের(গেল দুই রাষ্ট্রপতির ঈমানি তাকদের স্যাম্পল দেইখা জাতি চিন্তিত) লুকজনরে ডাকাডাকি না করাই ভাল।

সমাবর্তনের টাইম ফেলাইছে ফেব্রুয়ারী মাসে। এইটা স্টিয়ারিং কমিটির একটা সুক্ষ চক্রান্ত। এতে আটলান্টীক পাড়ি দেয়া শীতের পাখিরা সমাবর্তন মিছ করতেছে। এতে কম সংখ্যক লোকের আয়োজন করতে হোইতেছে...কমিটীর কাজ কমতেছে। আম্রিকা-কানাগা-শুইডেন- সৌদি ভাইগো জন্য আমাগো দিল কান্দে।

এক ভাই হাস্পাতালে থাকলে, আরেক ভাই যেমন পরীক্ষা দিতে পারে না। সেই রকম, হাজার ভাইকে হাজার মেইল দূরে রেখে...আমরা সমাবর্তনে যুগ দিতে ফারি না না না...(ইকো হবে) এছাড়াও শুনা যায়, আমাদের সমাবর্তনে দেয়া হবে না কোন ক্যাপ। না থাকবে কোন টিক্লি। তাইলে এত্তুডি টাকা ক্যান নিলি। দরকার পড়লে আরো এক দুইশো টাকা নিয়া আমাগো একটা কালা ক্যাপ (সোনালী টিক্লিওয়ালা) দেয়ার জন্য স্টিয়ারীং কমিটিকে বনবন কৈরা স্টীয়ারিং ঘুরানোর জন্য আহবান জানাইতেছি।

আমাদের ন্যায্য দাবি না মাইনা নিলে, এই প্রহসনের প্রতিবাদে আন্দোলন শুরু করমু ... আমার হ্যাট গেল কৈ...হৈ হৈ রৈ রৈ--- সমাবর্তন নিয়া টালবাহানা- মানি না- মানবো না দালাল ভিসির টুপিতে আগুন জ্বালো একসাথে বন্ধুগন, আগামী ৩ তারিখ ভিসি অফিস ঘেরাও ও মেইন গেলে তালা দেয়া হবে। কোন ক্লাস হবে না। দেখা হবে বুয়েট ময়দানে। আতেল সমীপেঃ ইহা একটি ফান পোস্ট। বুয়েটের অনেক আতেল এইসব নাও বুঝতে পারে, কারন পলাশীর চোথায় এইসব লেখা থাকে না :


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.