আমার ব্যক্তিগত ব্লগ
একটা সময় ছিল যখন প্রিন্টার ব্যবহার অনিবার্য ছিল। চাকুরী খুজতাম যখন। প্রতিদিন সিভি প্রিন্ট করা, আপডেট করে আবার প্রিন্ট করা। কালি শেষ হয়ে গেলে কিনে আনা। ইত্যাদি ইত্যাদি।
এক সময় এই দু:খের অবসান হয়। ততদিনে পুরানো প্রিন্টার ফেলে নতুন প্রিন্টার কিনেছি "পিক্সমা আই পি ১০০০" । একবার একটা ছবি প্রিন্ট করে দেখলাম দারুন প্রিন্ট হয় (আমার হিসাবে)। এরপর আর ব্যবহার হয় নি। যদিও দোকান থেকে বলে দিয়েছিল সপ্তাহে একদিন হলেও একটা কাগজ প্রিন্ট করবেন, নাহলে নষ্ট হয়ে যেতে পারে।
আলসেমি করে সেটাও হয়নি।
এর বহুদিন পর পাল্টালাম পি সি। কিনলাম উইন্ডোজ ৭। কিছুদিন আগে আবার প্রিন্ট করতে গিয়ে দেখি প্রিন্টার পায় না। অনলাইন থেকে উইন্ডোজ ৭ এর ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করেও কোন ফল হলো না।
অগত্যা আবার এক্স পি ইনস্টল করতে হলো। এবার প্রিন্টার পেল কিন্তু ততদিনে কালি শুকিয়ে গেছে। অনেক মেইনটেনেন্স টিপাটিপি করে হালকা রং বের করা গেল। কি আর করা আবার কালি কিনো। ব্লাক এন্ড হোয়াইট নিল ৬৫০ আর কালার নিল ৭০০ টাকা।
পরে বাসায় এসে দেখি ব্ল্যাক এন্ড হোয়াইট এক প্যাকেটে ২টা। তাও ভাল।
এখন সুন্দর প্রিন্ট হচ্ছে। খুশির চোটে বড় আপার একটা মেইল প্রিন্ট করে দিলাম। এতে সেও মুগ্ধ।
এতটাই মুগ্ধ হলো যে নিজের আই ডি ইয়াহুতে খুলে ফেলল। জয় বাবা প্রিন্টার। দেখি ওকে পটিয়ে বাংলা ব্লগে আনা যায় কিনা। এ কাজ আগেও বহুবার করেছি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।