উপরের ফলাফল থেকে দেখা যাচ্ছে মোট ভোটারদের মধ্যে বেশিরভাগই Canon প্রিন্টার ব্যবহার করেন, তারপরেই রয়েছে HP আর তৃতীয় অবস্থানে রয়েছে Epson এবং ক্রামান্বয়ে বাকিগুলি।
রাজা হতে পেরে Canon প্রিন্টার ব্যবহারকারীদের অনুভূতি কি? ধারণা করছি ভালই তবে দ্বিতীয় এবং তৃতীয়তে যে দুটি প্রিন্টার রয়েছে সেগুলিও দারুন প্রিন্টার ! প্রতিটি
প্রিন্টারের কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে আর তাই একেক মানুষের পছন্দও একেক রকম।তবে বর্তমানে এসব ব্রান্ড্যের বের হয়েছে দারুন দারুন মডেলের প্রিন্টার। তারমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে All In One প্রিন্টারগুলি। কারণ এগুলিতে স্ক্যানার, ফটোকপি এবং প্রিন্ট সবগুলিই করা যায়।
তবে আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে প্রিন্টার বিলুপ্ত হয়ে যাবে ! কারণ তখন eBook, ডিজিটাল পেপার, ডিজিটাল বিলবোর্ড ইত্যাদি সহজলভ্য হবে ! আর এমনটা হলেই ভাল তাহলে গাছও বাচবে পরিবেশও রক্ষা পাবে
এই মাসের জন্য নতুন জরিপ দেয়া হয়েছে।
-
সাইফুল ইসলাম
এঞ্জেল মডারেটর
টেকটিউনস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।