আমাদের কথা খুঁজে নিন

   

আগ্নেয়াস্ত্র - নির্মলেন্দু গুন



১৯৭১ সালের মাঝামাঝি পাকিস্তানি সরকার পূর্ব-বাংলায় আদেশ জারি করে যাদের কাছে লাইসেন্সওয়ালা বন্দুক আছে তাদের সে সব বন্দুক জমা দিয়ে দিতে হবে। হাইকোর্টের মাজারের পাশে একটি অস্হায়ী মিলিটারি ক্যম্পে সে সব বন্দুক জমা নেওয়া হয়। কৌতুহলি জনতা সে দৃশ্য সামনে থেকে দেখে। সেদিন জনতার মাঝে কবি নির্মলেন্দু গুন ছিলেন। বাসায় ফিরে এসে তিনি এই ছোট্ট কবিতাটি লেখেন। আগ্নেয়াস্ত্র - নির্মলেন্দু গুন পুলিশ স্টেশনে ভিড়, আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান, রাইফেল, পিস্তল এবং কার্তুজ, যেন দরগার স্বীকৃত মানৎ, টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী, প্রকাশ্যে ফিরছি ঘরে অথচ আমার সংগে হৃদয়ের মতো মারাত্নক একটি আগ্নেয়াস্ত্র, আমি জমা দেই নি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।