আমাদের জাতিয় পরিচয় পত্র থেকে শুরু করে TIN (ট্যাক্স আইডেন্টিফিকাশন নাম্বার), এবং আরো অনেক কাজে আমরা বিভিন্ন নাম্বার ব্যাবহার করে থাকি । কিন্তু আমাদের রেজিষ্টার্ড ১টি মোবাইল নাম্বারই হতে পারে এই সব গুলো নাম্বারের বিকল্প । ১টা বিষয় লক্ষ্যনিয় যে ১ টি মোবাইল নাম্বার পুরো পৃথিবিতে ১টাই । যেমন 88 017 3367 3886 এই না্ম্বার পৃথিবিতে ১টাই আর 017 3367 3886 নাম্বারটি বাংলাদেশে ১টাই । কাজেই ১ জনের মোবাইল নাম্বার কখনও আরেকজনেরটার সাথে মেলার কোন সম্ভাবনা নেই ।
এখন দেখি কি কি ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বার ব্যাবহার যোগ্য ।
১। জাতিয় পরিচয় বা ভোটার আইডি নাম্বার
২। পাসপোর্ট নাম্বার
৩। স্টুডেন্ট আইডি নাম্বার
৪।
ব্যাঙ্ক একাউন্ট নাম্বার
৫। TIN (ট্যাক্স আইডেন্টিফিকাশন নাম্বার)
৬। মুক্তিযোদ্ধা পরিচয় নাম্বার
৭। বয়স্ক বা বিধবা ভাতা প্রাপ্তদের নাম্বার
ইত্যাদি বহুবিধ না্ম্বারের ক্ষেত্রে আমরা আমাদের মোবাইল নাম্বারটি ব্যাভার করতে পারি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।