আমাদের কথা খুঁজে নিন

   

জেনে নিন অ-এর শুদ্ধ উচ্চারণ



অ এর স্বাভাবিক উচ্চারণ অ (অসাধারণ-এ যেরকম) হলেও অনেক সময়ই এর বিকৃত উচ্চারণ হিসাবে ও (অতি-তে) উচ্চারিত হয়ে থাকে। চলুন জেনে নেই কোথায় কোথায় অ-এর বিকৃত উচ্চারণ করতে হবে। ১। দ্বিতীয় বর্ণে ই, ঈ, উ, ঊ থাকলে পূর্ববর্তী অ-এর উচ্চারণ বিকৃত হয়ে ও-এর মতো হয়। অতি - ওতি অজু - ওজু করুণ - কোরুন্‌ পরীক্ষা - পোরিক্‌খা ২।

ই এবং উ ইত্যাদির পূর্বে র-ফলা যুক্ত অ-এর উচ্চারণ বিকৃত হয়ে ও-এর মতো হয়। প্রতি - প্রোতি প্রচুর - প্রোচুর ৩। য-ফলা যুক্ত বর্ণ এবং ক্ষ-এর আগে অ থাকলে তার উচ্চারণ বিকৃত হয়ে ও-এর মতো হয়। পদ্য - পোদ্‌দো কক্ষ - কোক্‌খো বক্ষ - বোক্‌খো লক্ষ্য - লোক্‌খো ৪। শব্দের শেষের অ-এর উচ্চারণ বিকৃত হয়ে প্রায়ই ও-এর মতো হয়।

কাল - কালো ভাল - ভালো বড় - বড়ো ৫। ই, উ এর পরবর্তী মধ্য ও অন্ত অ-এর উচ্চারণ বিকৃত হয়ে ও-এর মতো হয়। প্রিয় - প্রিয়ো যাবতীয় - যাবোতীয়ো দেয় - দেয়ো (এটা gives অর্থে দ্যায় না, এটা যা দিতে হবে এই অর্থে দেয়ো)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.