আমি ভাল নই!
কতোটা জলে
দেবালয় থেকে বেরিয়ে
সহিশুদ্ধ মনে
ভালোবাসার কথা বললেও
তুমি তাকে বলো পাগলামি...
তোমার অবহেলায়-অবজ্ঞায়
অশান্তি-যন্ত্রণা ঘোচাতে
যদি যাই বেশ্যালয়ে
তুমি তাকে বলো নষ্টামি...
আমি মহাসমুদ্রের মাঝে
কূলহারা এক দিশাহীন নাবিক
আমার কম্পাস কাঁটা
সব সময় তোমার দিকে স্থির।
অন্য কোনো কাজ করে না এটি
যখনই ভাবি তুমি আমার
তখনই দেখি
কীরকম নিষ্ঠুরভাবে
তুমি আমার পূজার অর্ঘ্য মাড়িয়ে
দূরে চলে গেছ!
বল আমি আর কী করবো?
আর কতটা জলে নামলে
তোমার চোখে ভেজা হবে
সর্বাঙ্গ আমার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।