আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিদীর ১৯ বলে ৫০। নিউজল্যান্ডের সামনে ২৯৪ রানের টার্গেট।

সামুর মডারেশন বোর্ডে ক্লিয়ারেশন থাকা দরকার।

আফ্রিদির ঝড়ো ব্যাটিং-এ নিউজল্যান্ডের সামনে ২৯৪ রানের টার্গেট দিলো পাকিস্তান। আফ্রিদি ৫টি ৪ ও ৫টি ৬ সহ সর্বমোট ২৫ বলে ৬৫ রান করে আউট হন। আফ্রিদি তার হাফ-সেন্চুরী পূর্ন করেন মাত্র ১৯ বলে। এর আগে হাফিজ ১৪৪ বলে ১১৫ রান করলেও পাকিস্তানের রানের গতি ছিলো খুবই অল্প, ৪.২৫।

কিন্তু এর পরে আফ্রিদি ঝড়ো ব্যাটিং-এ পাকিস্তান শেষ পর্যন্ত ৫০ ওভারে ২৯৩ করতে সমর্থ্য হয়। এর পর জবাব দিতে গিয়ে নিউজল্যান্ড শুরুতে ধীরগতিতে খেলা শুরু করে। একসময় তাদের রান গিয়ে দাড়ায় ৫ ওভারে ১৭ রান। কিন্তু এরপর-ই গুপতিল ও হাউ তান্ডব শুরু করেন। কিন্তু দলীয় ৪৪ রানে হাউ আউট হয়ে যান ব্যাক্তিগত ২৪ রানে।

এরপর অধিনায়ক টেইলর আসেন কিন্তু তিনিও বেশীদূর এগুতে পারেন নি। দলীয় ৬৭ রানে ওমর গুলের বলে আউট হয়ে যান। এর পর মাঠে আসেন স্টাইরিস। ফলে এখ পর্যন্ত নিউঝল্যান্ডের সংগ্রহ ১২.১ বলে ৬৮ রান ২ উইকেটের বিনিময়ে। আফ্রদী-কি আবার আগের চেহারায় গিরে আসছে।

আফ্রদীর এই ধরনের খেলা বড় ভালা পাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।