আমাদের কথা খুঁজে নিন

   

আফ্রিদীর মন্তব্যে ক্ষুব্ধ হারভাজন



ভারতীয়দের সংকীর্ণমনা এবং সেদেশের মিডিয়া সম্পর্কে কটুক্তি করায় পাকিস্তানী অধিনায়ক শহীদ আফ্রিদীর উপর দারুন ক্ষুব্ধ হয়েছেন স্পিনার হারভাজন সিং। পাকিস্তানীদের মত ভারতীয়রা এত উদার মনের মানুষ নয়, আফ্রিদীর এ ধরনের মন্তব্যেও বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে হিয়ে হারভাজন বলেছেন, ভারতীয়রা যদিও বড় মনের না হতো তবে দেশের এত উন্নতি হতো না। আমি মনে করি এ ধরনের মন্তব্যে কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এতে তার দেশের প্রতি কোন শ্রদ্ধাবোধই প্রমান করে না। এক টেলিভিশন সাক্ষাতকাও আফ্রিদী ভারতীয়দের সংকীর্ণমনা হিসেবে আখ্যায়িত করে জানিয়েছিলেন তারা মুসলিম এবং পাকিস্তানীদের মত বড় হৃদয়ের মানুষ নয়।

একই সাথে তিনি পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ভারতের বিজয়কে মুম্বাই সন্ত্রাসী হামলায় নিহতদেও উৎস্বর্গ করার জন্য তিনি গৌতম গাম্ভীরের সমালোচনা করেন। আফ্রিদীর এই মন্তব্য নিয়ে বিশ্বব্যপী সমালোচনার ঝড় উঠলে এ ধরনের মন্তব্যেও প্রতি অস্বীকৃতি প্রকাশ করে পাক অধিনায়ক দাবী করেন তার বক্তব্য নিয়ে মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আসলে তার বক্তব্যে ভারতবিরোধী কোন মন্তব্য করেননি। তিনি বলেন, মিডিয়া ছোট বিষয়কে বড় একটি ইস্যু হিসিবে উপস্থাপন করছে। এটা খুবই লজ্জাজনক।

আমি সবসময়ই পাক-ভারত সম্পর্কেও উন্নতির জন্য আমার পক্ষ থেকে চেষ্টা করেছি। কিন্তু কখনও তুমি বল এশবাবে আর সেটার ব্যাখ্যা হয় অন্যভাবে। যা খুবই দুঃখজনক। অপ্রাসঙ্গিক বিষয়ে আমাকে জড়িয়ে উদ্ধৃতি দেয়া হয়েছে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।