জয়ী
অনেক দিন থেকে এক্ টা পো্সট করার কথা ভাবছি কিন্তু আর করা হয়ে উঠে না । ঠিক করেছি যে করেই হোক আজ করবো। কিন্তু কি নিয়ে করব আর আমার বাংলা লেখার স্পিডও ভাল না। আমি আপনাদের ক্রাইম এবং ইনভেসটীগেশন টেকনিক(আজ শুধু ফিঙ্গারপ্রিন্ত) সম্পরকে বলব যেহেতু আমার সাবজেকট অফ ইনটারেস্ত এটাই। আমি জানি না এর আগে এটা নিয়ে কেউ লিখেছেন কিনা।
যাই হোক ভুল হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।
খুব সহজেই আপনারা ফিঙ্গারপ্রিন্ত ম্যাচ করতে পারবেন। ইকটু মনোযোগ দিয়ে খেয়াল করুন।
ফিঙ্গারপ্রিন্ত তিন ধরনের হয়।
১।
loop
২। whorl
৩। arch
বেশিরভাগ লোকের থাকে লুপ(৭০%), whorl থাকে প্রায় ২৫% লোকের আর arch থাকে ৫% লোকের। লুপকে আবার দুই ভাগে ভাগ করা যায়। সিংগেল লুপ এবং ডাবল লুপ।
ফিঙ্গারপ্রিন্তের মাঝখানের অংশকে বলা হয় কোর। কোরটি ভাল করে দেখলে দেখা যায় এটি লুপ আকৃতি ধারণ করেছে। Figure 1 এ ডেল্টা এক টি দেখানো হয়েছে। ডেল্টা দুটিও হতে পারে দুপাশে।
Whorl এর কোর দেখুন গোলাকার।
এক টা সারকেল এর উপরে আর এক টা সারকেল । ডেল্টা এখানে দুটি। বৃত্তাকার pattern.
Arch টা ভালো করে খেয়াল করে দেখুন একদম সরল রেখার মত একটু বেকে গিয়ে পাহাড়ের মত আকার ধারণ করেছে। Delta নাই।
আপনি আপনার ফিংগার ইঙ্ক প্যাড এ ঠেসে একটি সাদা কাগজে ইমেজ তৈরি করুন আর দেখুন আপনার টা কোন টাইপের।
তুলনা করার জন্য্ অন্য আরেকজনের টা নিয়ে তুলনা করুন। ম্যাগনিফাইং গ্লাস ইউজ করতে পারেন ভাল করে দেখার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।