আমাদের কথা খুঁজে নিন

   

কি চমৎকার বাণী, কিন্তু দ্বীতিয় লাইনেই এ কি!!

অ আ

প্রথম লাইনে বলা হলো... তোমরা একে অন্যের উপর যুলম করো না। চমৎকার কথা... শুনে ভালো লাগলো... কিন্তু দ্বীতিয় লাইনে...!! যাকে আমি হিদায়াত দান করেছি সে ব্যতীত তোমাদের মধ্যেকার প্রত্যেকেই পথভ্রষ্ট। এইটা কেমন কথা হলো?! 'পরম করুনাময়' যার বৈশিষ্ট, তিনি কেন বাকিদের পথভ্রষ্ট বলবেন? এ ধরনের আত্মপ্রসাদ ও হুমকি ধামকি জাতীয় কথাবার্তার কারনেই আজকের যুগে তরুন প্রজন্ম ধর্ম নাম বিশ্বাসের ব্যবসা থেকে দুরে সরে যাচ্ছে দেখতে পাচ্ছি। বিশ্বাস থাকতেই পারে যে কারো মাঝে। কেউ একজন হয়তো আছেন, যিনি সবকিছু সৃষ্টি করেও থাকতে পারেন, এবং সবকিছু এখনো হয়তো ম্যানেজ করছেন। কিন্তু তার কোনো সরাসরি নমুনা আগেও দেখা যায় নি, এখনো দেখা যায় না। যা আমরা দেখি, তা হলো আমাদের মাঝে ইশ্বর বিশ্বাসের অন্যায় সুযোগ নেয়া কিছু মানুষের বানানো কিছু রীতি নীতি ও তার উৎকট চর্চা। মরনের পরে কি হবে, সেটা নিয়েও যেমন সন্দেহের অবকাশ রয়েছে দু'তরফে, তেমনি এটা নিয়ে অকারন কল্পনার জাল বোনাও চলছে সমানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।