আমাদের কথা খুঁজে নিন

   

আওরঙ্গকে বিদায় জানালো শরীয়তপুরবাসী

রোববার বিকালে এই বিএনপি নেতার মরদেহ জন্মভূমি ডামুড্যা উপজেলা মাঠে আনার পর স্বজন, রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
উপজেলা মাঠে জানাজার পর বিকাল ৫টায় শরীয়তপুর স্টেডিয়াম মাঠে মরদেহের শেষ জানাজা হয়।
দুপুর সাড়ে ৩টায় হেলিকপ্টারযোগে আওরঙ্গর মরদেহ ডামুড্যায় আনা হয়। এসময় তার কফিনের সঙ্গে ছিলেন বড় ভাই জাহাঙ্গীর আলম খান ও কে এম আলমগীর হোসেন, ছোট ভাই শহীদ খান এবং ছেলে কে এম অর্জন।
এসময় তার মরদেহের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দল ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


এর পর মরদেহ শরীয়তপুর স্টেডিয়াম মাঠে আনা হয়। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শওকত আলী, শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাছির উদ্দিন কালু।
এখানে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। জানাজা শেষে শরীয়তপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন। পরে দাফনের জন্য তার মরদেহ ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবি গোরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।


শনিবার মুন্সীগঞ্জের মেদেনীমণ্ডলের মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত হন আওরঙ্গ। এসময় তার সঙ্গী আরো চারজন নিহত হন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।