আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা : আ. লীগ নেতাকে হাইকোর্টে তলব

কি বলব

শিশু নিয়ামুলকে বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ নেতা হাজী সোলায়মান মাদবরকে তলব করেছেন হাইকোর্ট। শিশু বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বক্তব্য দেওয়ায় আদালত আগামী ৩ ফেব্রুয়ারি তাকে সশরীরে হাজির হবার নির্দেশ দেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে, একই ঘটনায় আদালত কামরাঙ্গীরচর থানার ওসিসহ একাধিক পুলিশ কর্মকর্তাকে তলব ও বিভিন্ন নির্দেশনা দেন। আদালত সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সোলায়মান মাদবর বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে শিশু বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। আজ বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশিত হয়। তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ ডি এম আলতাফ হোসেন ওই পেপার কাটিং উপস্থাপন করলে আদালত উপরোক্ত আদেশ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।