আমাদের কথা খুঁজে নিন

   

শুকনা পানি

জানতে চাই_জানতে চাই এবং জানতে চাই

পানি স্বাভাবিকভাবে তরল হলেও সম্প্রতি গবেষকরা শুকনা পানি তৈরি করেছেন। শব্দটি শুনতে পরস্পরবিরোধী এবং অবিশ্বাস্য মনে হলেও এ অসাধ্যই সাধন করেছেন বিজ্ঞানীরা। এ শুকনা পানির প্রতিটি দানা দেখতে অনেকটা চিনির দানার মতো। গবেষকরা জানিয়েছেন, শুকনা পানির প্রতিতটি দানার ভেরতরে রয়েছে এক বিন্দু পরিমাণ তরল পানি, যা ঘিরে আছে সিলিকা বা বালি। তারা আরো জানান, এ শুকনা পানির দানার প্রতিটির মধ্যে ৯৫ শতাংশই তরল পানি। বিজ্ঞানীদের ধারণা, এ শুকনা পানির দানা বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে কার্যকারী ভূমিকা রাখবে। এ ছাড়া এ পানি তরণ পানি অপেক্ষা বেশি কার্বন-ডাই-অক্সাইড ধারণ করতে পারে। এ ছাড়া শুস্ক পানিকে মিথেন এবং প্রাকৃতিক গ্যাস সংরক্ষণের জন্যও একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে। সূত্র : দৈনিক..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.