আমাদের কথা খুঁজে নিন

   

পরিক্ষা!!!!!



পরিক্ষার বাকি আছে আর মাত্র দুই মাস। অথচ আমার এখন সিলেবাস র কিছুই শেষ হয় নাই। সারাটা দিন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল আর টিভি নিয়ে আছি। সকাল এ ঘুম থেকে উঠি ১২টা ১টা র দিকে, এরপর ৪টা পর্যন্ত টিভি বা কম্পিউটার নিয়ে থাকি। ৪টায় বাসা থাকে বার হই। কোচিং আড্ডা শেষ করে বাসায় ফিরি ৮টায়। অতঃপর টিভি, কম্পিউটার, Facebook, Internet…. একই ভাবে প্রতিদিন কেটে যায়………আর পড়াশোনা সযত্নে আলমারি তে তোলা থাকে…….

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।