জীবন মানে কষ্ট। এক গ্রামে এক অন্ধ
বালিকা বাসকরত ।
রুপ-লাবণ্যে সে ছিল
অপূর্ব ।
সেই গ্রামের এক যুবক
মুগ্ধ হয়েছিল ওই অন্ধ
বালিকার সৌন্দর্য্যে ।
রোজ
বিকেলে মেয়েটি যখন
ফুলের
বাগানে সুবাস
নিতে আসতো ,
যুবকটি তখন
তাকে কবিতা শোনাত ।
নিজের লেখা কবিতা ।
কবিতার
মাধ্যমে বোঝাতে চেষ্টা করত
মেয়েটিকে তার
ভাললাগার কথা ,
ভালবাসার কথা ।
কোন এক স্নিগ্ধ
বিকেলে যুবকটি মেয়েটিকে বিয়ের
প্রস্তাব দিল ।
মেয়েটি রাজি হলো না ,
বলল "যে দিন
আমি দেখতে পাব
সেই দিন
তোমাকে বিয়ে করব । "
বেশ কিছুদিন
পর কেউ একজন
মেয়েটিকে দুটি চোখ
দান করল ।
মেয়েটি চোখের
আলো ফিরে পেল । তখন
যুবকটি তার
দাবি নিয়ে ফিরে এল
কিন্তু ......মেয়েটি দেখতে পেল
যুবকটি অন্ধ !
মেয়েটি যুবকের
প্রস্তাব
প্রত্যাখ্যান করল এবং
বলল
"আমি কোন অন্ধ
ব্যক্তিকে বিয়ে করব
না । "
যুবকটি প্রচন্ড কষ্ট
পেল এতে ।
চলে যেতে যেতে মুচকি হাসল
এবং
বলল ''take
care of my
eyes''
moral -যে সত্যিকার
ভালোবাসে সেই
কখনো তার
ভালোবাসার
মানুষটিকে কষ্ট
দেবেনা
প্রয়োজনে নিরবে আড়ালে নিজেই
কষ্ট পাবে :-) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।