আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের অপর নাম পরিক্ষা

সাধারণ একজন মানুষ বাপরে বাপ, এ জীবনে পরিক্ষার কোন শেষ নাই. . .সেই শিশুকাল এ ভর্তি পরিক্ষা দিয়ে স্কুলে যাওয়ার পর থেকে শুনে আসছি - এই পরিক্ষায় ভাল result না করলে শেষ . . .পরিক্ষা দিতে দিতে এলো SSC. . .সবাই কইলো এটা জীবনের 1st বোর্ড পরিক্ষা,ভাল না করলে শেষ. . .দিলাম পরিক্ষা,করলাম পাস. . .এবার গুরুজনেরা কইলো - HSC জীবনের টার্নিংপয়েন্ট,এটাতে ভাল result না পরতে পারলে বড় ধরা খাইবা. . .ভাল ভার্সিটিতে চান্স নো পাইবা. . .এরপর ভার্সিটিতে ডুকলে কইবো - ভাল job পাইতে হইলে এটার দিকে মনোযোগ দাও. . .job এ ডুকলে কইবো এবার উচুঁ পদে যাওয়ার চেষ্টা কর. . .নাহলে ভাল বউ পাইবা না. . .বিয়ার পর আসবো সংসার নামক কঠিন পরিক্ষা. . .তারপর আসবো পোলামাইয়া. . .শুরু হইবো তাদের নিয়া পরিক্ষা. . .এভাবেই ধাপে ধাপে পরিক্ষার ঘোরপ্যাঁচে চলতেই থাকবে জীবন. . .কোথার যামু জ্বালা. . .!!মরার পরে শুরু হইবো আসল পরিক্ষা. . .আসুন সবাই সুর মিলিয়ে বলি - জীবন কিন্তু ১টায়,পরিক্ষার কোন শেষ নাই. . . . . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.