আমাদের কথা খুঁজে নিন

   

প্যারিসে দুস্থ, গৃহহীন, রোজাদার ব্যক্তিদের খাবারের আয়োজনে মুসলিম চ্যারিটি

দেখা যত ছবি, শোনা যত শব্দ, হৃদয়ের সব উপলব্ধি, আর যত এলোমেলো ভাবনা

প্যারিসে গত দুই দশক যাবত রামাদান মাসে মুসলিম এবং অমুসলিম দুস্থ ও অসহায় ব্যক্তিদের জন্য খাবারের আয়োজন করে আসছে একটি দাতব্য সংস্থা। এর মাধ্যমে হাজারো দরিদ্র এবং গৃহহীন ব্যক্তির খাবারের ববস্থা হয়। এখানে মুসলিম, অমুসলিম নির্বিশেষে সকলের জন্যই ব্যবস্থা থাকে। মুসলিমরা এখানে তাঁদের ইফতার করেন, বাকিদের জন্যও দরজা খোলা। উত্তর- পূর্ব প্যারিসে জনা তিরিশেক স্বেচ্ছাসেবক কঠোর পরিশ্রমের মাধ্যমে "সবার জন্য সূপ" নামক এই চ্যারিটি কার্যক্রমকে পূর্ণতা দিতে সচেষ্ট থাকেন।

এই কার্যক্রমের ডোনার হিসেবে আছে "কালচার কাতার" আর সেই সাথে অনেকের ব্যক্তিগত অনুদান। যার দ্বারা ১০০০ থেকে ১২০০ লোককে প্রতিদিন খাওয়ানো সম্ভব হয়। আল্লাহ বলেন- আর যে সম্পদকে আল্লাহ তোমাদের জীবন-যাত্রার অবলম্বন করেছেন, তা অর্বাচীনদের হাতে তুলে দিও না। বরং তা থেকে তাদেরকে খাওয়াও, পরাও এবং তাদেরকে সান্তনার বানী শোনাও। (An-Nisaa: 5) আর তাই দুস্থ, রোজাদার ব্যক্তিদের খাওয়ানোর মাধ্যমে এক অসাধারন ইসলামের চর্চা হচ্ছে প্যারিসে কিছু নেক ভাইদের দ্বারা।

আল্লাহ তাঁদের নেক চর্চাকে কবুল করেন এবং আমাদেরকেও আল্লাহ'র ওয়াস্তে দুস্থ লোকদের জন্য কাজ করার তাওফিক দেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.