বায়ু দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছায় ফরাসি সরকার রাজধানী প্যারিসে যান চলাচলের উপর কড়াকড়ি আরোপ করেছে। বায়ু দুষণ মোকাবেলার প্রচষ্টো হিসেবে কোন কোন দিনে গাড়ি চলতে পারবে এ রকম একটি ব্যবস্থা নিয়েছে সরকার। এর ফলে কোনো গাড়ি একদিন পরপর প্যারিসের রাস্তায় চলাচল করতে পারবে।
সোমবার থেকে যান চলাচলের ওপর এ বিধিনিষেধ আরোপ হচ্ছে। অর্থাত্ প্যারিসের রাস্তায় কেউ তার গাড়ি এক দিন পরপর চালাতে পারবে।
প্যারিস এবং পার্শ্ববর্তী এলাকায় টানা গত পাঁচ দিন ধরে বায়ু দূষণ নিরাপদ মাত্রা অতিক্রম করায় দেশটির সরকার এমন সদ্ধিান্ত নিতে বাধ্য হয়েছে। সরকার গত শুক্রবার থেকে তিন দিনের জন্য প্যারিসে গণপরিবহনে জনগণকে ভাড়াবিহীন চলাচলের সুযোগ করে দেয়। লোকজনকে তাদের গাড়ি বাড়িতে রেখে আসার ক্ষেত্রে উৎসাহিত করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়। আগামীকালও তা অব্যাহত থাকবে।
গাড়ি চলাচলের উপর এ বিধিনিষেধ আরো দীর্ঘায়িত হবে কিনা এ ব্যাপারে আগামীকাল দূষণের মাত্রা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।