জাবেদ ইকবাল। ছোটকা থেকেই লেখালেখি তার এক ধরণের বদ অভ্যাসে পরিণত হয়।
৬৮তম গোল্ডেন গোব অ্যাওয়ার্ড
হলিউডে প্রচলিত একটা প্রবাদ ছিল যে ছবি বা অভিনেতা-অভিনেত্রী গোল্ডেন গোব পুরস্কার জিতবে, সেই ছবি বা অভিনয়শিল্পীই অস্কারের বিজয় মুকুট মাথায় পরবে। তবে বিগত কয়েক বছর এই ধারাবাহিকতা আর ল করা যাচ্ছে না। কিন্তু তারপরও এই পুরস্কার নিয়ে হলিউডের মাতামাতির শেষ নেই। গোল্ডেন গোব অ্যাওয়ার্ডের মধ্য দিয়েই বছরের সেরা ছবিগুলোকে স্বীকৃতি দেয়ার পালা শুরু হয়। এরপর কিছুদিন পর আসবে বাফটা এবং অস্কার। অনুষ্ঠানের সন্ধ্যে হতেই তারার মেলা বসে রেড কার্পেটে। একের পর এক তারার আগমনে ৬৮তম গোল্ডেন গোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি আরও জমজমাট এবং জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে।
* সেরা চলচ্চিত্র (নাটক): ব্যাক সোয়ান
* সেরা চলচ্চিত্র (সঙ্গীতর্ধমী/কমেডি): দ্য কিডস আর অল রাইট
* সেরা অভিনেতা (নাট্য চলচ্চিত্র): কলিন ফার্থ
* সেরা অভিনেত্রী (নাট্য চলচ্চিত্র): নাটালি পোর্টম্যান
* সেরা অভিনেতা (সঙ্গীতধর্মী/কমেডি চলচ্চিত্র): পল জিয়ামাটি
* সেরা অভিনেত্রী (সঙ্গীতধর্মী/কমেডি চলচ্চিত্র): অ্যানিটে বেনিং
* সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র): ক্রিশ্চিয়ান বেইল
* সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র): মিলিসা লিও
* সেরা পরিচালক চলচ্চিত্র: ডেভিড ফিঞ্চার
* সেরা চিত্রনাট্য: অ্যারন র্সকিন
* সেরা মৌলিক সুর: ট্রেন্ট রেযনর, এটিকাস রোজ
* সেরা মৌলিক সঙ্গীত: ইউ হ্যাভন’ট সীন দ্য লাস্ট অফ মি (ব্রুলেসকুই)
* সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র: ইন অ্যা বেটার ওয়ার্ল্ড (ডেনমার্ক)
* সেরা এ্যানিমেশন চলচ্চিত্র: টয় স্টোরি থ্রি
* সিসিল বি ডেমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): রবার্ট ডি নিরো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।