আমাদের কথা খুঁজে নিন

   

উজিরপুরে এ কীসের আলামত? মুসল্লীদের মিছিলে জঙ্গী সংগঠন হিজবুত তাওহীদের হামলা

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
বরিশাল জিলার উজিরপুরে গতকাল মঙ্গলবার স্থানীয় মুসল্লীদের মিছিলে হামলা চালিয়েছে জঙ্গী সংগঠন হিজবুত তাওহীদ। উপজেলা সদরের কয়েকটি মসজিদের মুসল্লীরা আছরের নামাজ শেষে হিজবুত তাওহীদ সংগঠনটি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এসময় লঞ্চঘাট এলাকা থেকে হাতুড়ি ও লাঠি নিয়ে হিজবুত তাওহীদের প্রায় ২০/২৫ জন সদস্য মিছিলে হামলা চালায়। এ ঘটনায় উজিরপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মোঃ আবু হানিফ হাওলাদার (৪৫), রাজ্জাক বালী (৪০), নাজমুল বালী (৩০), সাইদুর রহমান (৩৫), রহিম (৬৫) গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হিজবুত তাওহীদ সদস্যদের প্রতিরোধ করতে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ এগিয়ে আসলে তারা তাদের ওপরও হামলা চালায়। এই হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষে থানার এস, আই শামীম শেখ, কনস্টেবল কামাল হোসেন এবং ৮ জন মুসল্লী আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় উজিরপুর হিজবুত তাওহীদের আঞ্চলিক প্রধান মোজাম্মেল হক মানিক, ফরিদ, জালাল উদ্দিন, মাসুদ আহম্মেদ, মোখলেচ, শাহাদৎ শিকদার, মিলন হাং, তাইজুল, হাসান, রুহুল আমিন, সেলিনা, লুৎফা, শেলী, সিরাজ হোসেন, রেশমা, রুবী আক্তার, মর্জিনা ও ঝুমুর নামক ১৮ জন হিজবুত তাওহীদ সদস্যকে পুলিশ গ্রেফতার করে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।