আমাদের কথা খুঁজে নিন

   

উজিরপুরে ১৪৪ ধারা জারি

রোববার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন জানান, শনিবার বিকালে জেলা প্রশাসকের নির্দেশে ১৪৪ ধারা জারির ঘোষণা দেয়া হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম জানান, রোববার সকাল ১০টায় উপজেলা মহিলা কলেজ মাঠে সমাবেশ ডেকেছে স্থানীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি। একই সময় একই স্থানে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদলও সমাবেশ ডাকেন।
তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ বলেন, একই স্থানে সমাবেশ ডেকায় উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।