রাজনৈতিক ধারা ক্রমশ নিম্নগতিতে চলছে। আগে রাজনীতিতে বিরোধী ও সরকারি ধারা থাকায় মোটামুটি একটা গতিধারা ছিল। এখন একটি ধারা পঙ্কিল আর আরেকটি অর্ধপঙ্কিল পথে। জনগণের জন্য রাজনীতি আর নেই। এখন রাজনীতি হচ্ছে ব্যক্তিস্বার্থে।
বুড়িগঙ্গা নদী যেমন বর্জ্যে ভরে যাচ্ছে, তেমনি আমাদের রাজনীতিরও একই অবস্থা। শনিবার একুশে টেলিভিশনের টকশো 'একুশের রাত'-এ প্রবীণ সাংবাদিক এবিএম মূসা এ কথা বলেন। মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। এবিএম মূসা বলেন, আগে রাজনৈতিক সৌহার্দ্য বলে একটা কথা ছিল। সেটা এখন নেই।
এখন আছে পরস্পরের প্রতি হিংসা আর প্রতিহিংসা। রাজনীতি যেন ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। আমরা শুধু একটা পতাকা বা জাতীয় সংগীতের জন্য যুদ্ধ করিনি। করেছি গণতান্ত্রিক একটা সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু কোনো দল ক্ষমতার মেয়াদ শেষ করে ইজ্জতের সঙ্গে বিদায় নিতে পারছে না।
এখন আওয়ামী লীগ যদি মনে করে আমরা ক্ষমতা চালিয়ে যাব তারাও ইজ্জতের সঙ্গে ক্ষমতা ছাড়তে পারবে না। নতুনদের রাজনীতিতে আসা প্রসঙ্গে প্রবীণ এই সাংবাদিক বলেন, তারেক রহমান রাজনীতিতে যখন এলেন তখন আমি অভিনন্দন জানিয়ে কলাম লিখেছিলাম। সে জন্য সমালোচিত হয়েছি। এখন সজীব ওয়াজেদ জয় এসেছেন। আমি অনেক খুশি হয়েছি।
রাজনীতিতে নতুন প্রজন্ম আসছে। তবে এটাকে গড়ে নতুন প্রজন্ম বলা যাবে না। বংশধারার নতুন প্রজন্ম বলা যায়। এখানে তারেক রহমানের সঙ্গে একটা পার্থক্য হচ্ছে তিনি তৃণমূল পর্যায়ে সম্পর্ক স্থাপন করে রাজনীতিতে এসেছেন। সজীব ওয়াজেদ জয়ের উচিত ছিল তৃণমূল পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।
তিনি আসলেন, দেখলেন, পীরগঞ্জে গেলেন আর এসে বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। আমি বলব, তিনি একটা ভুল সময়ে, ভুলভাবে এসেছেন। সাদেক হোসেন খোকা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ দরকার। আওয়ামী লীগের মধ্যেও ৮০ ভাগ মানুষ সমঝোতা চান। সে জন্য প্রধানমন্ত্রীর দায়িত্বটা অনেক বেশি।
পাঁচ সিটি নির্বাচনের পর যে সামান্যতম রাজনীতি বোঝে সেও বুঝবে আওয়ামী লীগকে দেশের সবগুলো বড় ক্রেন দিয়েও আগামী নির্বাচনে টেনে তোলা যাবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।