আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ধর্মের দিক নির্দেশনা চাই, রাজনীতিও তার বাহিরে নয়।



আমারা জীবনের কোন অংশকেই আমাদের সৃষ্টিকর্তা করুণাময়ের দিক নির্দেশনার বাহিরে রাখতে প্রস্তুত নই। রাজনীতি জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। রাজনীতি মানুষের রাষ্ট্রীয় নীতি, সমাজ নীতি এমনকি ব্যাক্তিগত জীবনকে প্রভাবিত করে। রাজনীতি হচ্ছে সমাজে ও রাষ্ট্রে নিয়ম তৈরীর বৈধ কারিগর। সুতরাং রাজনীতি যদি ধর্মের বাহিরে থাকে তবে সেসব নিয়মগুলোতে খোদার নির্দেশনা পাওয়ার সুযোগ থাকেনা। আমরা কুরআন পড়লে রাষ্ট্রের অসংখ্য বিষয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পাই, যেমন সূরা হজ্বের ৪১ নম্বর আয়াতে আল্লাহ সরকারের করণীয় সম্পর্কে বলেছেন। এখন রাজনীতি যদি ধর্মহীন হয়, তবে আল্লাহর এ নির্দেশ কিভাবে আমরা পালন করবো? সৃষ্টিকর্তা ও বিধানকর্তা মহান আল্লাহর নির্দেশনার বাহিরে আমাদের জীবনের কোন একটি অংশকেও রাখার অধিকার আমরা ভোগ করিনা। সুতরাং ধর্মভিত্তিক রাজনীতির কোন বিকল্প নেই। তবে ধর্মের নামে কেউ অনাচার করে কিনা তা অবশ্যই নিয়ন্ত্রণ ও দমন করতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.