আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফিরে নিয়ে অন্যান্য খেলোয়ারদের কি মনোভাব।।।



এটি অবশ্য আমার ধারনা থেকে বললাম.. মাইন্ড কইরেন না কেহ.. ১। সাকিব : আসলে আমাদের দলের জন্য এটা খুবই দুঃখজনক. মাশরাফি একজন লড়াকু খেলোয়ার, সবাই-ই চাইবে ওর মতো খেলোয়ার দলে থাক। ( মনে মনে মাশরাফি দলে না থাকায় আমার ভালো হইছে. আমি অধিনায়ক হইছি। ২। তামিম: মাশরাফিকে খুবই মিশ করব.. ওর অভাব পূরন হবার নয়।

(মনে মনে মাশরাফি দলে না থাকায় আমি সহ-অধিনায়ক হইতে পেরেছি.. মাশরাফি দলে থাকলে তো সাকিব সহ-অধিনায়ক হইত। ৩। জুনায়েদ : আসলে কি ওর মতো খেলোয়ার দরকার আছে.. (মনে মনে যা খুশি হোক আমি তো দলে আছি। ৪। কায়েস: আসলে কি আর বলল ওর খুবই দুর্ভাগ্য.. নইলে কি শেষ পযর্ন্ত এসে বাদ পড়ে.. (মনে মনে যা করে আল্লাহ ভালোই করে।

) ৫। আশরাফুল : হু। কি বলল ও আসলে ম্যাচ উইনার । ওর অভাব পূরন হবার নয়। (মনে মনে আমারই ঠিক নাই আবার মাশরাফি০ ৬।

নাফিস: আসলে ওর ইনজুরিটা তেমন বেশি মারাত্মক না.. দলে রাখলে ভালো হতো.. (মনে মনে আমি মূল দলে খেলতে পারি কিনা তার কোন হদিস নাই, আবার মাশরাফি) ৭। রুবেল: আসলে ও দেশ সেরা পেসার, ওনা খেলায় দলের ক্ষতি হবে। ( মনে মনে মাশরাফি না খেলায় তো আমি দলে চান্স পাইছি.. নাইলে তো আমি বাদ পরে যাইতাম) ৮। সফিকুল : আসলে আমাদের দুইজনের মধ্যো বোঝাপোড়া ভালো ছিল। ওর কাছ থেকে অনেক সাহায্যে পেয়েছি.. ৯।

রাজ্জাক: কি বলল বলেন. আমার খুবই খারাপ লাগতাছে । (মনে মনে ও খেললে আমারই লাভ হতো। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।