নারীবর্জিত জীবন ক্রিকেটের মাঝে খুঁজে ফিরছে অনিয়ন্ত্রিত সুখ
হ, হাইফেন হক কতা কয়, কাউরে বেইল দ্যায়না। ১৯তারিখের পর থিকাই নজর রাখত্যাচি পেপার আর বলগে, আর দেইহা মাথার চান্দি গমগম করত্যাচে। মাশরাফিরে বাদ দেউয়া হইচে, এইডাই আসলে উচিৎ আচিল। মাগার কিচু পাবলিক মাসে-বছরে গোছুল করেনা বইলা শরিলে খাউজানি রোগ লাইগা থাকে; হেরাই হুদাই লাফাইতেচে। মাশরাফিরে কুন যুক্তিতে টিমে রাখপো কেউ কইবার পারবা? যে পিলিয়ার টানা একখান সিরিজও ইনজুরি ছাড়া খেলবার পারেনা, হেরে লইয়া বাজি ধরাডা কতখানি যুক্তিসঙ্গত? একখান পিলিয়ার খ্যালার মধ্যে নাই, অহনো ফুল রানআপে বল করবার পারেনা, হেরে ঠাস কইরা মাঠে নামাইয়া দিবা? এইডা কি পাড়ার মাঠের টেপটেনিস খ্যালা? হাসি-শেবাগ ব্যাটসম্যান, অগো ইনজুরি আর বোলারের ইনজুরি কি একই কিসিমের? আর অগো টিমে ব্যাকআপের অভাব আচে? আজাইরা কামে ব্যাপারডা লইয়া চ্যাটের সাংবাদিকরা বাল ফালাইতেচে।
আর পেপারের বিক্রি বাড়াইতেচে। খ্যালার মইধ্যে আমি কুনো আবেগ দ্যাখপার চাইনা। ফিট থাকলে খ্যালবা, নাইলে নাই। খালি ফিট থাকলেই হইবোনা, ফর্মেও থাকতে হইব। বিশ্বকাপ কুনো শ্বশুরবাড়ির ডাবগাছ না যে মনচাইল আর রাখাল একটারে গাছে উঠাইয়া দিবা ডাব পাইড়া দেউয়ার জন্যে।
আহো মন্তব্যের ঘরে বাকি কতা কই। ]
এইবার আহো রকিবাল-জুনায়েদরে লইয়া কতা কই। এই দুই চুতমারানিরে আমি ম্যালা আগে থিকা্ই দেখপার পারিনা, হ্যার কারণও আচে। কুয়ালিটি টিমের এগেইনস্টে এই বাল দুইডা না পারে রান করবার না পারে কিচু করবার, খালি বল নষ্ট করা বাদে। আর যুদি একসিডেন্টলি রান কইরাও ফালায় তাইলে আরু ঝামেলা, দ্যাহা যা্ইবো ৯০ বলে করচে ৪৩, স্কোর হইব ৫০অভারে ২২১; এই রান লইয়া বালও হইবোনা।
একটা টিমের টপঅর্ডারের ৪টা পিলিয়ারের ৩ডাই গরুর গাড়ি হইলে হেই টিম বইয়া বইয় জিলাপি ভাজা ছাড়া কিচুই করবার পারেনা। মিস করতাচি অলক কাপালিরে। এই পুলাডারে খুব দরকার আচিল। সোহরাওয়ার্দি চ্যাটের বোলার। অলক আর সাব্বিররে নিউজিল্যান্ড-জিম্বাবুইয়ে সিরিজে নিলে কার লুঙ্গিতে আগুন ধরত? শালার ভাই নির্বাচকের কানে পিপড়া ঢুকাইয়া দেউনের কাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।