আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে মাইনাসের দাবীতে সফল হরতাল পালন- ছবি ব্লগ (একটা আন্দোলন পোস্ট।)



প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই, যারা প্লাস মাইনাসের দাবীতে সামুতে দুর্বার আন্দোলন (প্রভা, ইভা, সারিকা, রিপোস্ট, জরিপ, উদাত্ত আহবান) গড়ে তুলেছিলেন। দিনভর সফল হরতাল পালনের পর আমাদের আন্দোলনের কাছে মাথা নত করে মডুরা অবশেষে আমাদের আংশিক দাবী মেনে নিয়েছেন, সামুতে প্লাস বাটন সংযুক্ত হয়েছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়ে যায় নাই। মডুরা এখনও পর্যন্ত আমাদের মূলদাবী, মাইনাস বাটন যুক্ত করে নাই। সামুতে মাইনাস বাটন যুক্ত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

পরিশেষে মাইনাসের দাবীতে আন্দোলন ও হরতালের একটা ছবি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ১। প্রথম থেকেই মাইনাস পূনর্বহাল করার দাবীতে ব্লগারদের মনে বিদ্রোহ দানা বাধে। ২। শহরের অলিগলিতে ছোট ছোট মিছিল শুরু।

৩। হালকা জালাও পোড়াও ছিলো। ৪। মাইনাসের দাবীতে প্রতিবাদ অব্যাহত রয়েছে। ৫।

অবশেষে হরতালের ডাক এল মাইনাসের দাবীতে। ৬। কিছু নিরীহ এবং সুশীল ব্লগার অনশন শুরু করল মাইনাসের জন্য। ৭। এই বিদ্রোহী ব্লগারকে মডুরা জেনারেল করে দিলো।

৮। এই ব্লগারকে আইপি এড্রেস সহ ব্যান করে দিলো মডুরা। ৯। সব ভেদাভেদ ভুলে গিয়ে সামুর মহিলা ব্লগাররা আন্দোলনে সামিল হলেন। ১০।

কিন্তু মডুদের শত অত্যাচারেও আন্দোলন থেমে নাই। ১১। হরতালের আগের রাতের অবস্হা। ১২। হরতালে দিনের ছবি।

একটা বাসে আগুন। ১৩। সফল হরতাল পালন, মডুদের প্লাস বাটন প্রদান। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এখনো মাইনাস বাটন পাই নাই। এটা নিতান্তই ফানপোস্ট, মডারেটরগণ মাইন্ড করিয়েন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।