আমাদের কথা খুঁজে নিন

   

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর...........



আজ একটা ঘটনা হয়েছে , বাস থেকে নেমে, ফুটপাত দিয়ে একটু হেঁটে আমার অফিসে যেতে হয়। যাওয়ার সময় আমার সামনে একজন লোক সিগারেট খাচিছলো উনি এমন ভাবে ধূঁয়া ছাড়ছিলেন যে চারদিক শুধু ধূঁয়ার ছড়াছড়ি। আর পেছনে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি উনাকে পেছনে ফেলে সামনেও যেতে পারছিলাম না, অনেক লোক ছিলো, তার পর কোনভাবে সামনে গিয়ে নিঃশ্বাস নেই। কোর্ট-পেন্ট পড়া লোকটাকে দেখে মনে হলো শিক্ষিত, ভদ্র লোক , কিন্তু উনি কিভাবে এমন একটা অসচেতন মূলক কাজ করতে পারলেন আমি বুঝতে পারলাম না। উনি কি জানেন না ! যে ধুমপান স্বাস্থ্যের জন্য , পরিবেশের জন্য এবং সমাজের জন্য ক্ষতির কারণ ? উনি হয়তো বুঝতেই পারচেছন না যে এটা শুধু অন্য লোকজনদের নয় উনার প্রিয়জনরা ও খুব কাছের মানুষদের ও ক্ষতি হচেছ।

তাই বলবো ধুমপান ছেড়ে দিন আপনার জন্য আপনার প্রিয়জনদের জন্য , এবং সমাজের মানুষের প্রতি ও তো আপনার কিছু দায়িত্ব আছে তাইনা ? আর যারা ছাড়তে পারবেন না , তাদের বলি, একটু আড়ালে কিংবা যে কোন একটা জায়গায় দাঁড়িয়ে এই ধুমপানের কাজটা সেরে আসুন। তাতে অন্তত আমারা একটু শান্তিতে পথ চলতে পারবো। আমার খুব কষ্ট হয়েছে কারণ আমার একটু শ্বাস কষ্ট আছে, এমন হয়তো অনেকেরই আছে, যাদের প্রতিনিয়তো বাইরে যেতে হয় কাজের তাগিদে। '' সিগারেটের প্যাকেটে লিখা ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর '' তবুও কি আমরা সচেতন হবনা ? যারা তৈরি করচেছ তারা কিন্তু তাদের কোন দোষ রাখছেনা , তাহলে কেন জেনে শোনে আমরা এই বিষ পান করবো ? আমাদের অনুরোধ আমাদেরকে একটু সুস্থ্য ভাবে বাচঁতে দিন। তাই আসুন সবাই মিলে এই ধুমপানের বিরুদ্ধে জোড়ালো প্রতিবাদ জানাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।