আমাদের কথা খুঁজে নিন

   

Zoom Ultra ব্যবহার কারীদের জন্য অতি-অপ্রয়োজনীয় একটি তথ্য(নতুন ব্যবহার কারীদের জন্য)।



আমি Zoom Ultra নিয়েছি গত মাসে, ব্লগে ও নতুন তাই খুব ভালো কিছু আসা করলে ভুল করবেন। নরমাল একটা তথ্য যা অধিকাংশ ইউজারই জানে। তো চলুন শুরু করি।: : : ; : : : : : : কয়দিন ধরে মনে হচ্ছিলো আমার Zoom Ultra প‌্যাকেজের ৮০০ মেগাবাইটের কত টুকু খরচ হলো জানা দরকার।আজ ওদের wabsite এ একটু খুজতেই পেয়ে গেলাম। খুব সোজা, আপনার Zoom Ultra এর সফ্টওয়ারটি ওপেন করে মেসেজ ওপশনে গিয়ে লিখুন usage এবংপাঠিয়ে দিন ৮১১ নাম্বারে । এর জন্য কোন চার্জ কাটা হয় না। সবাই ভালো থাকবেন। আমারটার অবস্থা দেখেন-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।