আমাদের কথা খুঁজে নিন

   

সিটিসেল ZOOM ব্যবহার করুন এবং গন্ডার হউন।



আজ বাণিজ্য মেলায় গিয়েছিলাম। বিভিন্ন স্টল দেখতে দেখতে সিটিসেলের ২২২ নাম্বার স্টলে গেলাম। একটি সিটিসেল ZOOM লাইন ও মডেম কিনব। স্টলে গিয়ে দেখি সবুজ রং শার্ট পরিহিত ZOOM বালিকারা গ্রাহক সেবা দিচ্ছে। এরই মধ্যে একজন আসল তার সমস্যা নিয়ে।

তিনি কয়েক মাস যাবত ZOOM ব্যবহার করছেন। তার প্রশ্ন হল উনি একটি ZOOM লাইন ব্যবহার করেন এবং উনি জানতে চান যে প্রতিবার ZOOM দ্বারা ইন্টারনেট ব্যবহারের পর কিভাবে জানতে পারবেন তার কত মেগাবাইট ব্যবহার করেছেন। ZOOM বালিকা এই প্রশ্নের উত্তর আর একজন ZOOMবালিকাকে ডাকলেন। সেই ZOOMবালিকাও উত্তর দিতে অপারগতা প্রকাশ করল। এবার আসলেন একজন ZOOM জুম বালক তিনি উনি খুবই ক্ষিপ্ত কী সমস্যা? ভদ্রলোকের প্রশ্ন উনি জানতে চান যে প্রতিবার ZOOM দ্বারা ইন্টারনেট ব্যবহারের পর কিভাবে জানতে পারবেন তার কত মেগাবাইট ব্যবহার করেছেন।

ভদ্রলোকের এই প্রশ্ন শুনে ZOOM বালক বলল যে ZOOMএর সঙ্গে একটি সফটওয়ার আছে এটি একটিভ করলেই আপনি সব জানতে পারবেন। ভদ্রলোক তার ল্যাপটপটি খুলে বলল এই এটিতে দেখান কোথায় দেখা যায়? এখানে ZOOMসফটওয়ার আছে। ZOOMবালক অপ্রস্তুত হয়ে বলল প্রতিদিন আপনি জানতে পারবেনা । আপনাকে মাসিক বিলের জন্য অপেক্ষা করতে হবে। প্রতিবার জানানো আমাদের কাজ না।

মাসিক বিলের জন্য অপেক্ষা করুন। ভদ্রলোক বলল আমি ৩০০ মেগা মাসিক ব্যবহারের প্যাকেজ কিনেছি এখন আমি কিভাবে বুঝব .............................. এবার আর একজন ZOOMইন্টারনেট বিষেজ্ঞগ প্রজাতির একজন ZOOM বালক এলেন উনি বলনে যে আসুন আমি বলছি স্টলের অনেকেই ততক্ষনে ভদ্রলোকের প্রশ্ন ZOOM বালক ও ZOOMবালিকাদের প্রশ্নের সমাধান না দিয়ে পালিয়ে বেড়ানোর অবস্থা দেখে বিরক্ত। একবার ZOOMইন্টার নেট বিষেজ্ঞগ শুরু করল তার হাস্যকর প্রশ্ন। ZOOMইন্টার নেট বিষেজ্ঞগ ZOOM বালক: আপনি ZOOM ব্যবহার করেন? ভদ্রলোক : হ্যাঁ ZOOMইন্টার নেট বিষেজ্ঞগ ZOOM বালক : কতদিন ব্যবহার করনে ভদ্রলোক : দুইমাস ZOOMইন্টার নেট বিষেজ্ঞগZOOM বালক : কত টাকা বিল দেন ভদ্রলোক : ৩০০ মেগা প্যাকেজ নিয়েছি ৩০০টাকা ZOOMইন্টার নেট বিষেজ্ঞগ ZOOM বালক : ৩০০মেগা তো টাকার বেশি হওয়ার কথা আপিন ৩০০ টাকা দেন কেন? ভদ্রলোক : আমি প্যাকেজ কিনেছি ১২০০ টাকা আছে বলেছে ঐ প্যাকেজে তাই আমি শিওর না কতটাকা বিল আসে আর এটা অফিস বিল দেয়। আমার প্রশ্নের উত্তর দিন প্রতিবার ZOOM দ্বারা ইন্টারনেট ব্যবহারের পর কিভাবে জানতে পারবেন তার কত মেগাবাইট ব্যবহার করা হয়েছে।

ZOOMইন্টার নেট বিষেজ্ঞগ ZOOM বালক : দাড়ান আমি দেখাছি বলে উনি কিছু সময় ব্যয় করলেন উল্টাপাল্টা কিছু প্রশ্ন করে। এমন ভাব ZOOM ব্যবহার করেন আর কিভাবে ব্যবহৃত মেগাবাইট দেখতে পারেন না? এবার তিনি একটি ল্যাপটপের কাছে গেলেন এবং বলনে যে এখানে ZOOM সফটওয়াটিতে চাপলে বুঝা যাবে অথবা সিটিসেল ওয়েবে গেলে খুজ পাবেন। ভদ্রলোক : বলল আমার কাছে ZOOM সফটওয়ারটি এবং নেটলাইন আছে দেখান। নিজেকে ZOOMইন্টার নেট বিষেজ্ঞগ দাবীকৃত ZOOM বালক যা উত্তর দিল তাতে উপস্থিত আমরা সবাই কাদব না হাসব কিছুতে বুঝতে পারছিলাম না ZOOMইন্টার নেট বিষেজ্ঞগ ZOOM বালক : এখন যদি এখানে তিনটি ল্যাপটন চলছে যদি আমি এটা আপনাকে দেখাই তাহলে ইন্টারনেট সার্ভারে বিশাল সমস্যা হবে। ভদ্রলোক : মহা খেপে গেলেন ।

আপনার সার্ভারে কি সমস্যা হবে? আপনার ল্যাপটন গুলো তো আলাদা আলাদ মডেম দিয়ে চলছে । তাহলে একটিতে দেখালে সবগুলোতে এক সাথে সমস্যা হবে এসব কি বলছেন...... আপনি না জানলে না বলেন আর নয়তো আমার কম্পিউটারে দেখান। ZOOM বালক : মাসের বিলের জন্য ১মাস অপেক্ষা করুন ওখানে সব লেখা থাকে। ভদ্রলোক : রেগে স্টল থেকে বের হচ্ছিলে আর বলছেন সিটিসেল ZOOM কিনুন আর গন্ডার হউন। আমি বললাম ভাই গন্ডার হউন মানে কি? উনি বলেন যে গন্ডার কে কাতুকুতু দিলে একমাস পর খবর পায়।

আমরাও আজ ব্যবহার করার পর ১মাস পর বুঝব কতটা ব্যবহার করতে পারেছিলাম। রাগে ক্ষোভে উনি রিমটা ভেঙ্গে ফেলেন। আমি একটা ZOOMসংযোগ কেনার জন্য গিয়েছিলাম। কিন্তু ভদ্রলোকের অবস্থা দেখার পর সিদ্ধান্ত নিয়েছি সিটিসেল মডেম তো কিনবই না। বরং আমরার সিটিসেল লাইনটাও তার প্রতিবাধের সঙ্গে একাত্বা প্রকাশ করতে আজ থেকে বন্ধ।

|

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।