আমাদের কথা খুঁজে নিন

   

কোনদেশে কিভাবে দেয়া হয় মৃত্যুদন্ড বা Capital Punishment (সতর্কতা: দূর্বল চিত্তের জন্য নয়)

Speak no evil, hear no evil, see no evil.

পৃথিবীর অনেক দেশে এখোনো মৃত্যুদন্ড প্রথা চালু আছে। এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক আছে সবখানেই। খোদ মার্কিন যুক্তরাস্ট্র, যারা নিজেদের মানবাধিকারের উদাহরন মনে করে সেখানেও এ ব্যবস্হা চালু আছে। তবে আদিকালে প্রচলিত মৃত্যুদন্ড পদ্ধতি হতে বর্তমানে প্রচলিত মৃত্যুদন্ড অনেক বেশী মানবিক। নীচে শুধু মাত্র বিষাক্ত ইনজেকশন এবং ইলেকট্রিক চেয়ারে কিভাবে মৃত্যুদন্ড দেয়া হয় তা দেয়া হোলো।

অন্যগুলো দেয়া হলে অনেকেই তার প্রতিবাদ জানাতে পারেন তাই জনস্বার্থে দেয়া হোলো না। বিষাক্ত ইনজেকশন। প্রথমে মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তিকে গোসল করিয়ে তার শেষ খাবার দেয়া হয় এবং তার নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করানো হয়। পরে তাকে একটা ছোট চেম্বারে নিয়ে একটা বিছানার সাথে বেঁধে ফেলা হয়। তার শরীরে দুটো নল ঢুকানো হয় ইনজেকশনের মাধ্যমে।

তার শীরে প্রথমে সোডিয়াম থিওপেনটাল ৫০০০ মিগ্রা দেয়া হয় যা এনেসথেসিয়ার কাজ করে। তারপরে পানকুরিয়াম ব্রোমাইড দেয়া হয় ফুসফুস অবশ করার জন্য। এর পরে দেয়া হয় পটাশিয়াম ক্লোরাইড, হৃৎপিন্ড বন্ধ হবার জন্য। ২। ইলেকট্রিক চেয়ার।

মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তিকে একটা চেয়ার এর সাথে বাধা হয়। তার মাথায় একটা ভেজা স্পন্জ লাগানো হয় যাতে বিদ্যুত প্রবাহ সহজে হয়। মাথায় এবং পায়ে লাগানো হয় ইলেকট্রোড। সাধারনত দুবার বিদ্যুত প্রবাহ করা হয় তার শরীর দিয়ে। প্রথম বার ২০০০ ভোল্ট বিদ্যুত ২০ সেকেন্ডের জন্য।

এতে তার হৃৎপিন্ড বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার বিদ্যুত প্রবাহে তার ভেতরে অংগ প্রত্যংগ পুরে যায়। এখন দেখি কোন দেশে কি ধরনের মৃত্যুদন্ডের প্রচলন আছে। শিরচ্ছেদ - সৌদি আরব, কাতার ইলেকট্রিক চেয়ার - আমেরিকা, ফিলিপাইন ধাক্কা মেরে পাহাড় থেকে ফেলে দেয়া - ইরান, চিলি গ্যাস চেম্বার - আমেরিকা ফাসি - আমেরিকা, আফগানিস্তান, ইরান, ইরাক, মন্গোলিয়া, জাপান, পাকিস্তান,ভারত, মিশর, ফিলিপনস, সিন্গাপুর, লাইবেরিয়া, কোরিয়া, বাংলাদেশ সহ অনেক দেশে ইনজেকশন - আমেরিকা, ফিলিপিনস, গুয়েতমালা, থাইল্যান্ড, চায়না, তাইওয়ান, ভিয়েতনাম ফায়ারিং স্কোয়াড - আমেরিকা, চায়না, ভিয়েতনাম, রাশিয়া, লেবানন সহ অনেক দেশে ছুরিকাঘাত - সোমালিয়া এ পর্যন্ত ৮৬ টা দেশে মৃত্যুদন্ড বাদ দেয়া হয়েছে। কি ভয়ানক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।