যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।
চিকন মিয়া - আমাদের এই ব্লগের স্বনামধন্য, গুণীব্লগার। অত্যন্ত মহান এই ব্লগার আমাদের চিকন চিকন একটা টান দিয়ে কৃতার্থ করতেন । সেই মহানুভব ব্লগারের ব্লগিং টুলস ব্লগ থেকে নির্বাসিত হওয়ায় আমি অত্যন্ত ব্যথিত, ক্ষুব্ধ এবং শোকাভিভূত ।
আমি এর তীব্র নিন্দা জানাই ।
ব্লগ কর্তৃপক্ষ চিকন মিয়ার প্রবাদসম জনপ্রিয়তায় ঈর্ষান্বিত । চিকনমিয়ার জনপ্রিয়তা দেখে এই সরকারের থুড়ি কর্তৃপক্ষের পায়ের নিচের মাটি কেপে গেছে। তাই তার ব্লগার চিকনমিয়াকে রুখতে এই হীন প্রয়াস চালিয়েছে। এই প্রয়াস এর মধ্যদিয়ে কর্তৃপক্ষ একদলীয় ব্লগ কায়েম করতে চায়।
কিন্তু ভুলে গেলে চলবে না আমরা ব্লগ ছাড়ি নাই । চিকনমিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়ে কর্তৃপক্ষ চিকন মিয়া নিষিদ্ধ করতে ভয় পেয়েছে। ব্লগাররোষ থেকে বাচতে আর চিকনমিয়াকে অপদস্ত আর নাজেহাল করতে কর্তৃপক্ষ এই রেটিং পদ্ধতি বাতিল করেছে। কর্তৃপক্ষের এই মধ্যযুগীয় বর্বরতা রুখতে হবে । এই রেটিং পদ্ধতি বাতিলের মধ্যদিয়ে ব্লগারদের কণ্ঠস্বর রোধের যে নীল নকশা করা হয়েছে তা কোনদিন সফল হবে না ।
কোন রেটিং পদ্ধতি বাদ দিয়ে চিকনমিয়ার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না । ব্লগারদের জনপ্রিয় চিকন মিয়া প্রয়োজনে মোটামিয়া হয়ে কর্তৃপক্ষের এই হীন ষড়যন্ত্র নস্যাৎ করবে ।
সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তোলেনঃ
চিকনমিয়ার ভয় নাই ।
ব্লগাররা মরে নাই।
রেটিং পদ্ধতি বাতিল করে চিকন মিয়াকে মুছে ফেলা যাবে না
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।